গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজও ফটোকার্ড প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজও একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ফটোকার্ডটি শেয়ার করা হয়। এতে লেখা রয়েছে, ‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’
এর আগে গতকাল মঙ্গলবার প্রকাশিত ফটোকার্ডে লেখা ছিল, ‘স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন।’
প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে শুরু করে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত মোট আটটি ফটোকার্ড শেয়ার করা হবে। ধারাবাহিক এই কার্যক্রম গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।











