জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হকের থাকার অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস জোটে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আসন বণ্টন নিয়ে বিভিন্ন দলের অসন্তোষ ও দাবি-দাওয়া এই দ্বিধার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে। যদিও আসন সমঝোতা নিয়ে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দলীয় জোট।
জামায়াত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক নেতা রামপুরার একটি মাদ্রাসায় বৈঠকে অংশ নেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে শুরু হয় শুরা কাউন্সিলের বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূল নেতারা জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়ে নিজেদের অসন্তোষ তুলে ধরেন।
রাত সোয়া ১০টা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত একটার দিকে। বৈঠকের সময় ভবনের নিচতলায় কয়েকজন নেতাকর্মী নজরদারি করেছেন যাতে বাইরের কেউ বৈঠকে প্রবেশ না করতে পারে।
বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতারা জামায়াতের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে অসন্তুষ্টির কথা জানান। ইসলামী আন্দোলন শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল। তবে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে। সর্বশেষ তাদের দাবি ছিল ৫০টির বেশি আসন। তবে জামায়াত দলটিকে ৪০টি আসন ছাড় দিতে চায়।
দলটির নেতাদের সূত্রে জানা যায়, রুদ্ধদ্বার এই বৈঠক শুরু হয় সন্ধ্যার পরে। মাঝখানে এশার নামাজের বিরতি দিয়ে পুনরায় বৈঠকে বসেন নেতারা। আজ জোহরের নামাজের পর মজলিসে আমেলার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পর দলীয় অবস্থান জানানো হবে।
দলীয় সূত্র বলছে, গণঅভ্যুত্থানের পরে ইসলামী আন্দোলন প্রথম ‘ওয়ান বক্স’ পলিসি নিয়ে কাজ শুরু করে, যেখানে সমঝোতাকারী দলগুলো একটি আসনে একজন প্রার্থীই দিতে পারবে। শুরুতে ইসলামী আন্দোলনের সঙ্গে এই আলোচনায় যুক্ত হয় বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। ষষ্ঠ দল হিসেবে যোগ দেয় জামায়াত। এরপর জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) সমঝোতার আলোচনায় যুক্ত হয়।
দলগুলোর নেতারা বলছেন, এরপর জামায়াত কিছু সিদ্ধান্ত এককভাবে নিয়েছে, যা অন্য দলগুলো ভালোভাবে নেয়নি। যেমন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) আসন সমঝোতায় আনার ক্ষেত্রে জামায়াত আলাদা করে তাদের সঙ্গে বৈঠক করেছে। এসব বৈঠকের আগে অন্য দলগুলোকে কিছুই জানানো হয়নি।
এদিকে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস ২৫ থেকে ৩০টি আসন চাইলেও জামায়াত সর্বোচ্চ ২০টি আসনে ছাড় দিতে পারে। কাঙ্ক্ষিত আসন না পেলে যে কয়টিতে ছাড় দেওয়া হবে না, সেখানে প্রার্থী উন্মুক্ত রাখতে চায় খেলাফত মজলিস।
বুধবার ১০টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ মুঠোফোনে বলেন, জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা শেষ পর্যায়ে আছে। তারা এই জোট ভাঙতে চান না। তবে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের কিছুটা টানাপোড়েন চলছে। যদি ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যায়, তাহলে তাদেরও জোটে থাকার বিষয়টি নিয়ে ভাবতে হবে।
বুধবার বিকেলে আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ১১ দলীয় জোট। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর পরই দেখা যাবে, চরমোনাই পীর ও মামুনুল হক জোটে থাকছেন কি না।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং গণভোট আলাদা করার দাবিতে তার আগেই একসঙ্গে কর্মসূচি পালন করছিল ইসলামী আটটি দল। সেগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। পরে আসন সমঝোতা করে একসঙ্গে নির্বাচনের সিদ্ধান্তও নেয় তারা। পরে সমঝোতায় যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।











