বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার বিএনপি নেতাদের

news-image

রংপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি করপোরেশন আংশিক ও সদর উপজেলা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ সংগঠন ও ২৪টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আজ বুধবার সকালে রংপুর নগরীর স্টেশন এলাকার হক কমিউনিটি সেন্টারে রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পোলিং এজেন্ট এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সামসুজ্জামান সামুকে মনোনয়ন দিয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তার পক্ষে নেতাকর্মীরা কাজ করবেন। সম্মিলিত কাজের মাধ্যমে এবারে রংপুর-৩ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সংসদে পাঠাতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা সম্মিলিতভাবে মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে কাজ করবে। লক্ষ্য একটাই, তারেক রহমানকে রংপুর সদর-৩ আসন উপহার দেওয়া।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্যসচিব মাহাফুজ উন নবী ডন, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।

রংপুর-৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্যসচিব নুর হাসান সুমন, কৃষক দল কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু।

 

এ জাতীয় আরও খবর