ডেনমার্ক না হলে ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান জামাল
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপের অরাধ্য ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। চোখের সামনে স্বর্ণের ট্রফিটি দেখে রোমাঞ্চিত জামাল মনে করছেন, এই অভিজ্ঞতা দেশের ফুটবলারদের-বিশেষ করে নতুন প্রজন্মকে বিশ্বকাপের স্বপ্ন দেখাতে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
বুধবার সকালে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে কোকা-কোলার উদ্যোগে ২০২৬ বিশ্বকাপের ট্রফি ঢাকায় আনা হয়। ট্রফি বরণ করে নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। সেই মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
জামাল বলেন, `সত্যি বলতে বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। গিলবার্তো সিলভা ট্রফি নিয়ে এসেছেন, আর এই প্রথম আমি বিশ্বকাপ ট্রফি দেখলাম। আমার খুব ভালো লেগেছে। আগে ভাবতাম ট্রফিটা ছোট, কিন্তু সামনে থেকে দেখে বুঝলাম আসলে অনেক বড়। আমি ওজন সম্পর্কে জানতে চেয়েছিলাম—তারা বলেছে প্রায় চার কেজি, আর পুরোটা খাঁটি স্বর্ণের। অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ।‘
বিশ্বকাপ ট্রফি এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো। জামালের বিশ্বাস, এবারের আগমন দেশের বর্তমান ফুটবলারদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও শক্তিশালী প্রেরণা হয়ে উঠবে।
তিনি বলেন, `যেহেতু ট্রফি বাংলাদেশে এসেছে, আশা করি যারা কঠোর পরিশ্রম করে ফুটবল খেলছে, তাদের জন্য এটা বড় অনুপ্রেরণা হবে। যারা ফুটবলার হতে চায়, তাদের জন্যও এই ট্রফি আরও বেশি মোটিভেশন দেবে। আমি বিশ্বাস করি, এই অনুপ্রেরণা থেকেই নতুন প্রজন্ম বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একটা নতুন অধ্যায় লিখতে পারবে।‘
এই অনুষ্ঠানে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভার সঙ্গেও কথা বলেন জামাল। সেখানে নিজের ব্রাজিলপ্রেমের কথা অকপটে জানান তিনি। তবে বিশ্বকাপ জয়ের প্রশ্নে জন্মভূমি ডেনমার্ককেই এগিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক।
জামাল বলেন, `ছোটবেলা থেকেই আমি ব্রাজিলকে অনুসরণ করি। আমার প্রথম প্রিয় খেলোয়াড় ছিলেন রোনালদো নাজারিও। বিশেষ করে ২০০২ সালের ব্রাজিল দল আমাকে খুব অনুপ্রাণিত করেছে—তখন আমার বয়স ছিল মাত্র ১২। ওই দলে ছিল রোনালদো, রিভালদো, রোনালদিনিয়ো আর গিলবার্তোও—সব মিলিয়ে সেটা আমার জন্য বাড়তি মোটিভেশন ছিল।‘
তিনি যোগ করেন, `টিভিতে ট্রফি দেখা আর সামনে থেকে দেখা এক নয়। এখন আমি চাই-ডেনমার্ক, যেখানে আমার জন্ম, যদি না পারে বিশ্বকাপ জিততে, তাহলে ব্রাজিল যেন জেতে।‘











