পানির নিচে পচছে দক্ষিণ সিটির ৬ কোটি টাকার সম্পদ
শাহজাহান মোল্লা : দুজন মেয়র বিদায় নিয়েছেন। প্রশাসকও গেছেন একাধিক। কিন্তু কাজ আটকে রয়েছে তিমিরেই। ২০১৮ সালে রাজধানীর কাপ্তান বাজার মুরগি পট্টির কাজ শুরু করে ২০২৫ সালেও শেষ করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দীর্ঘ প্রায় ৮ বছরে কাজ শেষ হয়েছে মাত্র ১৯ শতাংশ। এই কাজে খরচ হয়েছে ৫ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার ৯৩৪ দশমিক ৪৯ টাকা। কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় পথে বসেছেন ৮৫৮টি দোকান মালিক। যারা কর্তৃপক্ষের টাকা দিয়েও ব্যবসা করতে পারছেন না। যার ফলে কাপ্তান বাজার এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা চলছে। যা থেকে সিটি করপোরেশন রাজস্ব পাচ্ছে না। তা ছাড়া যতটুকু কাজ হয়েছিল সেটাও নষ্ট হওয়ার পথে। বর্তমানে পানির নিচে ডুবে রয়েছে সিটি করপোরেশনের প্রায় ৬ কোটি টাকার সম্পদ। সবকিছু সম্পন্ন করেও কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় বছরে কোটি টাকার রাজস্ব বঞ্চিত নগর কর্তৃপক্ষ। মার্কেট নির্মাণ হলে প্রতি বছর প্রায় ১ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ৩০০ টাকা রাজস্ব আয় করতে পারত দক্ষিণ সিটি, যা গত প্রায় ৮ বছর ধরে হাতছাড়া হচ্ছে।
দক্ষিণ সিটির রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী প্রতিটি মার্কেটে প্রতি বর্গফুট দোকানের মাসিক ভাড়া ১৫ টাকা করে। এই হিসেবে কাপ্তান বাজার মুরগি পট্টির ভিত্তিফ্লোর, নিচতলা ও দোতলা মিলে মোট আয়তন ৯৪ হাজার ৪০২ বর্গফুট। প্রতি বর্গফুট ১৫ টাকা হারে মাসে ১৪ লাখ ১৬ হাজার ৩০ টাকা বছরে আয় প্রতিবছর ১ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ৩০০ টাকা।
ঠিক কী কারণে মার্কেটটির নির্মাণ কাজ বন্ধ তার সঠিক উত্তর নেই দক্ষিণ সিটির প্রশাসক থেকে সব পর্যায়ের কর্মকর্তাদের কাছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান আমাদের সময়কে বলেন, আমরা এখন রুটিন ওয়ার্ক করছি। আমাদের অগ্রাধিকার জনভোগান্তিগুলো দেখা। অন্য কাজগুলো ধারাবাহিকভাবে হবে। এই মুহূর্তে মার্কেট নির্মাণ আমাদের অগ্রাধিকারের তালিকায় নেই। তবে কেন দীর্ঘদিন বন্ধ রয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বসা হবে।
দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগের তথ্যানুযায়ী নকশাসহ যাবতীয় কাজ অনেক আগেই শেষ হয়েছে। আগের মেয়র শেখ ফজলে নূর তাপস কিছু বিষয় সংশোধন দিয়েছিলেন, সেটিও করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী আবার কিছু সংশোধন করা হয়েছে, কিন্তু অদৃশ্য কারণে মার্কেটের ফাইল আগায় না। অন্য আরও দুই-একটা মার্কেটের কাজ হলেও আটকে রয়েছে কাপ্তান বাজারের কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এই মার্কেটে যা খাওয়ার আগেই খেয়ে ফেলেছে। নতুন করে কিছু পায় না বলে যারাই দায়িত্বে আসে তারা সেটির গুরুত্ব দেয় না। আগের দুই প্রশাসকের কাছেও ফাইল গেছে কিন্তু তারা তাতে সম্মতি দেননি। ফাইল দেখে নোট দিয়ে পাঠিয়ে দেন। এভাবেই পড়ে রয়েছে বছরের পর বছর।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আমাদের সময়কে বলেন, ঘটনা সত্য। দীর্ঘদিন কাজটি আটকে রয়েছে। সবশেষ ৮ জানুয়ারি একটি সভা হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই টেন্ডারের অনুমোদন পাওয়া যাবে। নতুন করে টেন্ডার করে শিগগিরই কাজ শুরু হবে।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কাপ্তান বাজারে একটি আধুনিক মুরগি বাজার নির্মাণের লক্ষ্যে ২০১৭ সালের ৯ অক্টোবর ২৯ কোটি ১২ হাজার ৭৫১ টাকার আর্থিক ও প্রশাসনিক অনুমোদন দেন। কাজ পায় দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস। ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় ২০১৮ সালের ২৫ এপ্রিল। কার্যাদেশ ছিল ২৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ৯৯১ টাকার।
দক্ষিণ সিটির মার্কেট নির্মাণ সেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান ভিত্তিতলের কাজ শেষ করার পর দক্ষিণ সিটির মেয়র পরিবর্তন হয়। দায়িত্ব পান সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি এসেই ব্যক্তিগত দ্বন্দ্বে সাবেক মেয়রের সব কাজ স্থগিতের আদেশ দেন। এরপর কাজ ফেলে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। ততদিনে ৫ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকার বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর সাবেক মেয়রের শেষ সময়ে মার্কেটের নকশা পরিবর্তনের সুপারিশ করা হয়। সেই সুপারিশ অনুযায়ী নকশা পরিবর্তন করে নতুন করে কাজ শুরু করার পরিকল্পনা হাতে নেয়। কিন্তু ২০২৪ সালের ৩ আগস্টেই দেশ থেকে পালান মেয়র তাপস। ঝুলে যায় সব কাজ। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দক্ষিণ সিটি করপোরেশনে এখন পর্যন্ত ৩ জন প্রশাসক দায়িত্ব পালন করছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং যেটুকু কাজ হয়েছিল সেটাও এখন নষ্ট হওয়ার পথে।
কাজের ধীরগতি ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালের ১২ অক্টোবর ঠিকাদার বাতিল করে তৎকালীন নগর কর্তৃপক্ষ। মার্কেটের শেষ হওয়া কাজ এবং ব্যয়ের প্রাক্কলন করতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি একটা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। পরামর্শক প্রতিষ্ঠান মাঠ জরিপ করে একটা প্রাথমিক নকশা প্রদান করে ১৫ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর চূড়ান্ত নকশা প্রেরণ করে পরামর্শক প্রতিষ্ঠান। পরামর্শক প্রতিষ্ঠানের কাজের প্রাক্কলন ধরা হয়েছে ২৪ কোটি ৯৬ লাখ ৮ হাজার ৫৮৮ টাকা ৬৫ পয়সা।
দক্ষিণ সিটির রাজস্ব বিভাগের তথ্যমতে, কাপ্তান বাজার মুরগি পট্টিতে বরাদ্দকৃত দোকানের সংখ্যা ছিল ৮৫৮টি। প্রতিটি দোকান থেকে ৪ লাখ করে বাজার সেলামি নির্ধারণ করা হয়। যার সিংহভাগ উত্তোলন করা হয়। সেই টাকা দক্ষিণ সিটির রাজস্ব কোষাগারে থাকার কথা। কিন্তু মার্কেট নির্মাণ বিভাগ থেকে জানানো হয়েছে, পুরো টাকা তুলে আগের কর্তৃপক্ষ খরচ করে ফেলেছে। যার কোনো হিসাব কারও কাছে নেই।
অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি ও গাফিলতির কারণে কাজটি নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ বিষয়ে ঠিকাদারকে বিভিন্ন স্মারকে পত্র প্রদান করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই কর্তৃপক্ষ ২০২১ সালের ১১ জুলাই পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুযায়ী ২০০৬-এর ৬৪ ধারায় ২৮ দিনের চূড়ান্ত নোটিশ দেয়।
দরপত্রের শর্তানুযায়ী অবশিষ্ট কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আইন বিভাগের মতামতের ভিত্তিতে বাতিলের অনুমোদন লাভ করে। ওই ঠিকাদারের ২৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ৯৯১ দশমিক ৯০৮ টাকার কার্যাদেশের বিপরীতে সম্পাদিত কাজের বিলের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার ৯৩৪ দশমিক ৪৯ টাকা। প্রথম চলতি বিল হতে ৫ বিল পর্যন্ত ঠিকাদারের অনুকূলে জামানতসহ ৫ কোটি ২২ লাখ ৮৫ হাজার ১৯৭ টাকা দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার প্রেক্ষিতে ঠিকাদারকে আইন অনুযায়ী ৩ কোটি ৬২ লাখ ৩১ হাজার ৭৫৯ টাকাসহ ভ্যাট ও আয়কর কাটা হয়। অর্থাৎ এ যাবৎ সংশ্লিষ্ট কাজের বিপরীতে প্রথম হতে ৫ম বিল পর্যন্ত ব্যয় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৪৩৮ টাকা।











