বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : ‎প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যের তিন দিন রে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শেরেবাংলা নগর থানার এই মামলায় শনিবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্না এ আদেশ দিয়েছেন।

‎রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জয়নাল আবেদীন, বেল্লাল হোসেন, অপূর্ব ব্যনার্জী, মো. আল আমিন ও মো. আনোয়ার হোসেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

‎প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুক্রবার (৯ জানুয়ারি) মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা বাদী মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

‎আসামিরা আসামিরা পরস্পর যোগসাজসে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর প্রার্থীদের কাছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন পত্র সরবরাহের কথা বলে পরীক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করে বলে মামলায় অভিযোগ করা হয়।

 

এ জাতীয় আরও খবর