হত্যার আগে একাধিক গ্রুপে ভাগ হয় খুনিরা
ইউসুফ সোহেল
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হলেও দুই দিনেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর কারওয়ানবাজারে স্টার কাবাবের পেছনের গলিতে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে মুসাব্বিরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তাকে হত্যার আগে কয়েকটি গ্রুপে ভাগ হয় খুনিরা।
চাঞ্চল্যকর এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে তেজগাঁও থানায় অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। গত বুধবার রাতেই ডিবি পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রহমান মিলন নামে এক যুবককে আটক করার কথা জানা গেলেও বিষয়টি তদন্ত সংশ্লিষ্ট কেউ স্বীকার করেননি।
তদন্তসংশ্লিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে ঝামেলায় জড়িয়েছিলেন নিহত মুসাব্বির। গত ২৯ ডিসেম্বর সকালে কারওয়ানবাজারের কিচেন মার্কেটের সামনে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। দুটি গ্রুপের মধ্যে একটি গ্রুপের ধারণাÑ হামলা ও মামলার পেছনের কারিগর নিহত আজিজুর রহমান মুসাব্বির। এর জের ধরে ঘোর বিরোধ চলছিল। এ ছাড়া হত্যাকাণ্ডের একদিন আগেই নিহতের বাসার সামনে জামায়াতে ইসলামী কর্মী-সমর্থকদের সঙ্গে বিরোধে জড়ান মুসাব্বির। জামায়াতের সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বরও সংগ্রহ করায় তাদের সঙ্গে বচসা হয় মুসাব্বিরের সমর্থকদের। খবর পেয়ে মুসাব্বিরও তাদের সঙ্গে যোগ দেন। এই খবর চাউর হতেই জামায়াতের দুই শতাধিক কর্মী ঘটনাস্থলে ছুটে এসে বিবাদে জড়ায় মুসাব্বিরের সঙ্গে। আজিজুর রহমান মুসাব্বির ২০২০ সালে ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন। এবারও স্থানীয়ভাবে কাউন্সিলার পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পুলিশের তদন্তকারীরা বলেছেন, তাদের কাছে তথ্য এসেছেÑ মুসাব্বির কিলিং মিশনে অংশ নেওয়া সন্ত্রাসীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বুধবার দুপুর থেকেই রেকি করে ঘটনাস্থল। একটি গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযানে নামে; লাশ গুমের জন্য অদূরেই ছালার বস্তা নিয়ে প্রস্তুত ছিল অন্য গ্রুপ। তৃতীয় গ্রুপ সার্বক্ষণিক পথচারী ও নিহতের সমর্থক এবং মুসাব্বিরের গতিবিধির তথ্য দেয় তাদের। আরেকটি গ্রুপকে কিলাররা ধরা পড়ে গেলে তাদের ব্যাকআপের জন্য প্রস্তুত রাখা হয়। সবার হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। এসব তথ্যও খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মাথায় মাফলার পরা তিন ব্যক্তি মুসাব্বিরকে পাঁচ রাউন্ড গুলি করে তার মোবাইল ফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদের মধ্যে দুইজন একদিকে, অন্যজন অন্যদিকে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। অন্ধকারের কারণে তাদের মুখ শনাক্ত করা সম্ভব হয়নি।
তেজগাঁও থানার ওসি কৈশন্য মারমা জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে এই মামলা করেন। রাজনৈতিক দ্বন্দ্ব, স্থানীয় আধিপত্যসহ সব বিষয় সামনে রেখে তদন্ত কার্যক্রম চলছে।
গত বুধবার রাত সোয়া ৮টার দিকে মুসাব্বিরকে গুলি করে হত্যা ছাড়াও খুনিরা সুফিয়ান বেপারি মাসুদ নামে আরেকজনকেও গুলি করে। তিনি কারওয়ানবাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সুফিয়ান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে স্বামীর মরদেহের ময়নাতদন্ত শেষে মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, পশ্চিম কারওয়ানবাজারের গার্ডেন ভিউ এলাকায় আমাদের নিজস্ব বাসা থাকলেও রাজনৈতিক কারণে সেটি নিরাপদ মনে করতেন না মুসাব্বির। তাই আমাদের নিয়ে (স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে) মেরাদিয়া এলাকায় বসবাস শুরু করেছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া প্রায় ২০ বছর ধরে পানির ব্যবসা করতেন মুসাব্বির। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অন্যদের দিয়ে ব্যবসা পরিচালনা করতেন। আমার স্বামীর বিরুদ্ধে ১০০-এর বেশি রাজনৈতিক মামলা ছিল এবং এসব মামলায় তিনি পাঁচবার কারাভোগ করেছেন। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রাজনৈতিক মামলা ছাড়া কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। বুধবার সন্ধ্যায় ঘর ছাড়ার আগে আমার স্বামী বলেছিলেনÑ তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হব। এটিই ছিল তাদের শেষ কথা। আমার স্বামী প্রায়ই বলতেনÑ তার জীবনের হুমকি আছে এবং যে কোনো সময় তাকে খুন করা হতে পারে। তবে কার কাছ থেকে হুমকি আসছেÑ সে বিষয়ে কিছু বলতেন না। তার কোনো শত্রু ছিল না।
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ঘটনার সময় মুসাব্বিরের কাছে থাকা দুটি মোবাইল ফোন এখনও উদ্ধার হয়নি। শেষ কলের তথ্য পেলেই অনেক কিছু জানতে পারবে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মুসাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আয়শা পারভীন ময়নাতদন্ত পরিচালনা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তেজগাঁও থানার এসআই মো. হায়দার আলী। তিনি প্রতিবেদনে উল্লেখ করেনÑ নিহতের পেটের ডান পাশে আধা ইঞ্চি আকারের গুলির ছিদ্র, ডান হাতের কনুইয়ের পেছনে আরেকটি ছিদ্র এবং বাম হাঁটুতে ছিলা জখম রয়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বুধবার রাতে কাওরানবাজারের সুপারস্টার হোটেলের দ্বিতীয় তলায় প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে আড্ডা দেন মুসাব্বির। আড্ডা শেষে ৮টা ১০ মিনিটে মাসুদকে নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন। তারা ৮টা ২০ মিনিটে তেজতুরী বাজারে আহ্ছানউল্লা ইনস্টিটিউটের সামনে পাকা রাস্তায় পৌঁছালে ওত পেতে থাকা অজ্ঞাতনামা চার-পাঁচজন তাদের গতিরোধ করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তাতে মুসাব্বিরের ডান হাতের কনুই, পেটের ডান পাশে গুলি লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে সুফিয়ান বেপারি মাসুদ এগিয়ে গেলে তাকেও পেটের বাঁ পাশে গুলি করে হামলাকারীরা। মাসুদও রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাদের মৃত ভেবে গুলি করতে করতে পালিয়ে যায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, মুসাব্বিরকে গুলি করে হত্যার পর দুই দুর্বৃত্তকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা ঘটনার আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ওত পেতে ছিল। নিহতের স্ত্রী মামলা করতে এসে বলেছেনÑ বেশ কিছুদিন ধরেই তার স্বামী জীবননাশের হুমকি পাচ্ছিলেন। তবে কারা কেন এই হুমকি দিয়েছে এ বিষয়টি সুরাইয়া বেগম পুলিশের কাছে স্পষ্ট করেননি। হুমকির বিষয়ে মুসাব্বিরের পক্ষ থেকে পুলিশকে আগে কখনও অবহিত করা হয়নি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধারের পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে যে দুইজনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, তাদের একজনের চেহারা কিছুটা বোঝা যাচ্ছে। তাকে শনাক্ত করতে পারলেই হত্যার তদন্তে অনেকটা অগ্রগতি হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুর ২টায় মুসাব্বিরের প্রথম জানাজা সম্পন্ন হয় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। জানাজা শেষে মুসাব্বিরের মরদেহ পরিবারের বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে কারওয়ানবাজারে বাদ আসর দ্বিতীয় জানাজার পর তার লাশ দাফন করা হয়।











