হাতি রক্ষায় মৌমাছি ব্যবহার
নিজস্ব প্রতিবেদক : গত কয়েক দশকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের হাতির সংখ্যা কমছে। তবে সেখানে হাতি রক্ষায় ক্ষুদ্র মৌমাছির দারুণ এক সম্পর্কের তথ্য জানা গেছে। নানা কারণে হাতির সঙ্গে কৃষকদের সংঘাত বাড়ছে। সেই সংঘাত কমাতে বিজ্ঞানীরা মৌমাছি ব্যবহার করছেন। কেনিয়া, মোজাম্বিক, তানজানিয়া ও গ্যাবনের হাতিগুলো যেসব খামারের চারপাশে মৌমাছি রয়েছে, তা এড়িয়ে চলে। মৌমাছির ঝাঁকের কামড়ের বেদনাদায়ক স্মৃতি মনে রাখে বলে দূরে থাকে হাতিগুলো।
মানুষের মতোই মৌমাছির হুলকে ভয় পায় হাতিও।হাতিদের শ্রবণ এবং ঘ্রাণশক্তি খুব তীক্ষ্ণ। তাই মৌচাকের গন্ধ বা মৌমাছির আওয়াজ পেলেই তারা দূরে সরে যায়। দক্ষিণ আফ্রিকায় মৌমাছি চাষ করে হাতির হানা অনেকটা ঠেকানো গিয়েছে।
আফ্রিকার দেশে বাতসোয়ানায় হাতির সংখ্যা বেশি হলেও মৌমাছির সংখ্যা কম। পরীক্ষার জন্য বিজ্ঞানীরা বন্য হাতিদের কাছে মৌমাছির গুঞ্জন রেকর্ড করে বাজায়। দেখা যায়, কিছু হাতি মৌমাছির গুঞ্জন শুনে দ্রুত ফিরে যায়, আবার অল্প কিছু হাতি সেখানেই থেকে যায়।
গবেষণায় প্রমাণিত যে, লোকালয়ে হাতি আসা ঠেকাতে মৌমাছি প্রাকৃতিকভাবে বেশ কার্যকর। কেনিয়ার ছোট ছোট খামারের চারপাশে যেখানে মৌমাছির চাক ছিল, সেখানে ফসলের মৌসুমে হাতির আনাগোনা কম হয়েছে। মৌমাছির উপস্থিতির কারণে ৮৬ শতাংশের বেশিবার হাতিকে প্রাকৃতিকভাবে লোকালয় থেকে তাড়ানো গেছে।
মানুষের কারণে হাতির আবাসস্থল সংকুচিত হচ্ছে। আবার শিকারিদের আক্রমণ ও জলবায়ু পরিবর্তনের কারণে হাতির লোকালয়ে আক্রমণ বাড়ছে। সেই আক্রমণ কমাতে কেনিয়ার স্থানীয় খামারি ও কৃষকেরা মৌমাছিকে প্রাকৃতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
তাই হাতির হামলা থেকে ফসল বাঁচাতে আর একই সঙ্গে ফসল বিনষ্ট ঠেকাতে মানুষের হাতি নিধর রুখতে আফ্রিকার বেশ কয়েকটি দেশে মৌমাছি চাষকে উৎসাহিত করা হচ্ছে। মৌমাছি একই সঙ্গে দুটি বিষয় প্রতিরোধে সহায়তা করছে। হাতির হাললা থেকে ফসল রক্ষা পাচ্ছে এবং লোকালয় ও ফসলের মাঠে হাতি হামলা না করায় মানুষও হাতির ওপর চড়াও হচ্ছে না। বাড়তি প্রাপ্তি হলো, মৌমাছি চাষের মাধ্যমে কিছু উপার্জন আসা।
আফ্রিকা থেকে এই কৌশল এখন প্রবেশ করেছে প্রতিবেশি দেশ ভারতেও। ভুটান সংলগ্ন পাহাড়ের পাদদেশে অবস্থিত জঙ্গল ঘেরা নূরপুর গ্রামে হাতিকে লোকালয়ে আসা থেকে বিরত থাকতে মৌমাছি ব্যবহার করা হচ্ছে। নূরপুর গ্রামের বাসিন্দাদের মৌ-চাষে উৎসাহ দিচ্ছে সাঁওতালপুর নাগরিক অধিকার সুরক্ষা ওয়েলফেয়ার সোসাইটি নামে স্থানীয় একটি সংগঠন। রাজ্য কৃষি দফতরের সাহায্যে মধু চাষের প্রশিক্ষণও শুরু হয়েছে নূরপুরে।











