বিপিএল নিলামে কোন ক্রিকেটার কোন দলে
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরিতে থাকা নাঈম শেখ বাজিমান করেছেন। বাঁহাতি ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তবে নিলামে ২৬ বছর বয়সী এই ওপেনারকে দেশিদের মধ্যে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নেয় চট্টগ্রাম রয়্যালস। আর বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৫৫ হাজার ডলারে শ্রীলংকার দাসুন শানাকাকে নেয় ঢাকা ক্যাপিটালস।
রোববার নিলামে নাম তুলেছিলেন দেশের ১৫৮ জন ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ছিলেন ২৮৭ জন। সেখান থেকে নিজেদের স্কোয়াড সাজিয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজি।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ১২তম আসর। দেখে নেওয়া যাক নিলাম শেষে কোন দল কেমন হলো:
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)
নিলাম থেকে: লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান সোহাগ, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলো গে (ইতালি), মোহাম্মদ আখলাক (পাকিস্তান)।
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান (পাকিস্তান), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
নিলাম থেকে: শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল সিলাম, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), জুবাইদ আকবারি (আফগানিস্তান)।
সিলেট টাইটান্স
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান)।
নিলাম থেকে: পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, রবিউল ইসলাম রবি, অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র) ।
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।
নিলাম থেকে: তানজিম হাসান সাকিব, ইয়াসির আলি চৌধুরি, আকবর আলি, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, ওয়াসি সিদ্দিক, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম, দুশান হেমান্থা (শ্রীলঙ্কা), জাহান্দাদ খান (পাকিস্তান)।
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, আবরার আহমেদ (পাকিস্তান)।
নিলাম থেকে: মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদউজ্জামান, নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা)।
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), কুসাল মেন্ডিস (শ্রীলঙ্কা)।
নিলাম থেকে: জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন, রেজাউর রহমান রাজা, মেহেদি হাসান রানা, সৈকত আলি, সাব্বির হোসেন, ইহসানউল্লাহ (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান)।











