সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগের মামলায় স্বামী মো. রুবেলের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (০১ ডিসেম্বর) ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

‎ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামির ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা ভিকটিমের পরিবারকে দিতে নির্দেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার আগে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

‎মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালে রুবেল এবং মোসা. রিয়া আক্তার বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে রুবেল রিয়াকে নির্যাতন করে আসছিল। ২০২১ সালের ১৮ নভেম্বর সকাল ৯ টার দিকে রুবেল স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও এলাকায় যান। ওইদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টার মধ্যে যে কোনো সময় যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় পরদিন রিয়ার বাবা মোতালেব বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন রুবেল। মামলাটি তদন্ত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী সরকার পরের বছরের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৬ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

বিএনপিতে যোগ দিয়ে রেজা কিবরিয়া বললেন ‘আমি গর্বিত’

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের প্রতি সুবিচার করা হবে

দেশে আড়াই লাখ একর বন দখল হয়ে গেছে

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে

যুক্তরাজ্যের মিডিয়ায় টিউলিপের কারাদণ্ডের খবর

বিপিএল নিলামে কোন ক্রিকেটার কোন দলে

ভেনেজুয়েলা থেকে পালাতে মাদুরোকে ট্রাম্পের আল্টিমেটাম

মানিকগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিলো দুর্বৃত্তরা

তারেক রহমান প্রার্থী হতে পারবেন কি না, জানালেন ইসি সচিব

রায় নিয়ে যা বললেন দুদকের আইনজীবী