রেললাইন মেরামতের কাজ চলছে মগবাজারে
অনলাইন ডেস্ক : রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিস প্লেট মেরামতের কাজ চলছে। এতে সংলগ্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে রেললাইনের ফিস প্লেট মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিস প্লেট মেরামতের কাজ চলমান। এতে সংলগ্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।











