জাদরানের হতাশা ও নবি ঝড়, বাংলাদেশের লক্ষ্য ২৯৪
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা টাইগারদের বেধড়ক পিটিয়ে ২৯৩ রান তুলেছে আফগানিস্তান। ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে তারা।
আজ মঙ্গলবার আবুধাবিতে খেলছে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয় তারা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।
ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে ৯৯ রান তোলে আফগানরা। অবশেষে ব্রেকথ্রু এনে দেন তানভীর ইসলাম। ৪৪ বলে ৪২ রান করা রহমানউল্লাহ গুরবাজকে এলবি করেন তিনি। এরপর সেদিকুল্লাহ আতালকে নিয়ে ফের লম্বা জুটি গড়েন ওপেনার ইব্রাহিম জাদরান। সাইফ হাসানের বলে আউট হওয়ার আগে ২৯ রান করেন আতাল।
মাঝে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও ইকারম আলিখিলকে দ্রুত ফিরিয়ে আরও ২টি উইকেট তুলে নেন সাইফ। তবে রান আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন জাদরান। তিনি ১১১ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৯৫ রান করেন। কিন্তু শেষ দিকে অভিজ্ঞ মোহাম্মদ নবি ঝড়ো ফিফটিতে তিনশ ছোঁয়া সংগ্রহ পায় আফগানরা। এই ডানহাতি শেষ পর্যন্ত ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান।
বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান সাইফ। আর ২টি করে উইকেট দখল করেন হাসান মাহমুদ ও তানভীর।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে চার পরিবর্তন এসেছে। ফেরানো হয়েছে মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলি এবং দুই পেসার তানজিম হাসান ও অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান।
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের রহমত শাহ। তাই আফগানিস্তানের একাদশে একটি পরিবর্তন অবধারিত ছিল। সঙ্গে আরেকটি বদল এনে বাংলাদেশের বিপক্ষে নামছে তারা। রহমত শাহর জায়গায় ইকরাম আলিখিলকে একাদশে ফিরিয়েছে আফগানরা।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গজনফার, বিলাল সামি।











