লুণ্ঠিত অস্ত্র ভোটের জন্য বড় হুমকি
শাহজাহান আকন্দ শুভ
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে পুলিশের থানা, ফাঁড়ি থেকে বিপুল অস্ত্র গোলাবারুদ লুট হয়। এর মধ্যে ১৩৫০টি আগ্নেয়াস্ত্র এবং ২ লাখ ৫৭ হাজার ৫৭৪টি গোলাবারুদ উদ্ধার হয়নি। বেহাত হওয়া এসব অস্ত্র গোলাবারুদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এগুলো খুনখারাবি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক কারবারি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে শুরু করে নানা অপরাধেও ব্যবহার হচ্ছে।
গত সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে অন্তত ১১টি গুলির ঘটনা ঘটেছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেন ততই বাড়ছে। যে কারণে বেহাত হওয়া অস্ত্র র্যাব, পুলিশসহ যৌথ বাহিনীর মাথাব্যথার বড় কারণ হয়ে দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাদের বাসা থেকেও লাইসেন্স করা অস্ত্র-গুলি লুট হয়। এসব লুটের অস্ত্র হাতবদল হয়ে পেশাদার অপরাধীদের পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হাতে চলে গেছে। এ ছাড়া লুণ্ঠিত অস্ত্র ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী চক্র, কিশোর গ্যাং, জলদস্যু, বনদস্যু, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছেও গেছে। বেহাত অস্ত্র দিয়েই তারা নানা অপরাধে নিজেদের হাত পাকাচ্ছে। এসব অস্ত্র দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কারণ হচ্ছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন থানা-ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫২ হাজার ৮টি গোলাবারুদ লুট হয়। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি (স্মল মেশিনগান), এলএমজি (লাইট মেশিনগান), পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি। গত ৯ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৪১৩টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও ১৩৫০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। অন্যদিকে ৯ অক্টোবর পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৪৩৪টি গোলাবারুদ উদ্ধার হয়। এখনও ২ লাখ ৫৭ হাজার ৫৭৪টি গোলাবারুদ উদ্ধার হয়নি।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন আমাদের সময়কে বলেন, লুণ্ঠিত অস্ত্রের একটা বড় অংশই উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারের জন্য নিয়মিত অভিযান এবং কার্যক্রম চলমান আছে। এ ব্যাপারে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। আমরা জনগণের সহায়তাও চাইছি। কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক আমাদের সময়কে বলেন, লুট হওয়া অস্ত্র যত বেশি সময় উদ্ধারের বাইরে থাকবে, আইনশৃঙ্খলার জন্য চ্যালেঞ্জও তত বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার প্রশ্নে উদ্ধারবহির্ভূত লুণ্ঠিত অস্ত্র বড় ঝুঁকি। বেহাত অস্ত্রে আগামী জাতীয় নির্বাচনে সংঘাত-সহিংসতার শঙ্কা থেকেই যায়। বাংলাদেশে নির্বাচনের সময় নানা ধরনের অগণতান্ত্রিক ও নির্বাচন শিষ্টাচারবহির্ভূত আচরণ হয়ে থাকে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘটিত প্রতিযোগিতায় অস্ত্রসহ নানা ধরনের পেশিশক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। তাই গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে যত ধরনের ঝুঁকি বা শঙ্কা বিদ্যমান তা দ্রুত সমাধানে প্রাধান্য দিতে হবে। লুণ্ঠিত অস্ত্রসহ ভয়-ভীতি সৃষ্টি করতে পারে এরূপ বিষয়গুলো নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
গত ২৯ সেপ্টেম্বর নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া (৪২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভোরে একই এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কর্মী ইদন মিয়া (৫৫) নিহত হন। পরদিন ফেরদৌসী বেগম (৪২) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই ব্যস্ততম সড়কে গুলি করে আবদুল হাকিম (৫২) নামে বিএনপির এক কর্মীকে হত্যা করে একদল অস্ত্রধারী। পরে পুলিশ হাকিমের শরীরে ১০টি গুলির আঘাতের চিহ্ন পায়। এ ছাড়া তাকে বহনকারী প্রাইভেট কারে ২২টি গুলির চিহ্ন পায়। গুলিতে গাড়ির সামনের দুটি চাকাও ফুটো হয়ে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করলেও ৬ অস্ত্রধারী গতকাল পর্যন্ত ধরা পড়েনি।
গত ৭ অক্টোবর রাতে খুলনা শহরের ২ নম্বর কাস্টমঘাট এলাকায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রধারীরা মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করে। নিহত ইমরান ইটবালুর ব্যবসা করতেন।
গত ৫ অক্টোবর রাত আটটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। দুটি মোটরসাইকেলে চার যুবক এসে বিসিক শিল্প এলাকায় লিয়াকতের ঘরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তিনি চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। যে কারণে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।
গত ৩০ সেপ্টেম্বর খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন তানভীর হাসান শুভ নামে এক তরুণ। তানভীর তাঁর মা ও ছোট ভাইকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে জানালার থাই গ্লাস খুলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর মাথায় দুটি ও বাঁ হাতে একটি গুলি লাগে। পরে স্বজনরা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে এসে রাজীব চৌধুরী (৪৮) নামে এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। তবে সরে যাওয়ায় তাঁর গায়ে গুলি লাগেনি। সন্ত্রাসীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
গত ১৬ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির সদস্যসচিব শেখ আবু হোসেনের (বাবু) বাড়িতে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি।
গত ১১ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতে দুজন গুলিবিদ্ধ হন।
গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে কক্সবাজারের মহেশখালী দ্বীপের কালারমারছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত হন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্তকে টহল পুলিশ চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একপক্ষের ৮ জন গুলিবিদ্ধ হন।











