নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলেও কঠিন পরীক্ষা নিয়েছে শক্তিশালী ইংল্যান্ডের। আজ তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাটে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের আসামের গুয়াহাটিতে বিকেল সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।
চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত জিততে পারেনি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিরোধ গড়তে না পেরেই করেছে আত্মসমর্পণ। অধিনায়ক সোফি ডিভাইন দারুণ ব্যাট করলেও অভিজ্ঞ সুজি বেটস এখনো রানের খাতাই খুলতে পারেননি।
অন্যদিকে, ব্যাটিংয়ে কিছুটা দুর্বলতা থাকলেও বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ। নতুন বলে আগুন ঝড়াচ্ছেন পেসার মারুফা আক্তার। মাঝের ওভারগুলোতে ফাহিমা খাতুন, নাহিদা আক্তার কিংবা রাবেয়া খান দের মতো স্পিনাররাও হয়ে উঠছেন দুর্বোধ্য। তাই এই ম্যাচে জয়ের আশাই করছে বাংলাদেশ। যদিও ওয়ানডেতে এখনো নিউজিল্যান্ডের নারীদের হারাতে পারেনি টাইগ্রেসরা।
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লামার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কারসন ও রোজমেরি মেয়ার।











