শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না: জামায়াত সেক্রেটারি

news-image

অনলাইন ডেস্ক : জাতির মতামত না নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন উপেক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ তৈরি হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেসব বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। তার ভিত্তিতে গণভোট হতে হবে, তাহলেই জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। ’

তিনি বলেন, ‘আমরা বলেছি পিআরের বিষয়ে গণভোট দিয়ে দিন। জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয়, সব দলের তা মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয়, আমরা মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘খুনিরা যদি বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের ওপর দিল্লির আধিপত্যের দেবদাস হয়ে বসবাস করতে হবে। সেই কারণে লেভেল প্লেয়িংফিল্ড পিআর পদ্ধতি অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই- একদিকে আপনি সরকারের প্রধান অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারপাশে যেসব উপদেষ্টারা রয়েছে তাদের কেউ কেউ আপনাকে অন্যদিকে ঠেলে দিয়ে কোনো একটি দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের দিকে আনুগত্য দেখাচ্ছে। আমরা এ দৃশ্য আর দেখতে চাই না।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দেশকে বাঁচাতে দুর্নীতিমুক্ত করতে দারিদ্র্যমুক্ত এবং রাষ্ট্রকে মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ঐকমত্য কমিশনে একমত হওয়ার সব বিষয় যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে। সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে সেই গণভোটে পিআর প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?

‘ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া

রাজশাহীতে অ্যাম্বুলেন্সে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, ৩ বন্ধু নিহত

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়: তাহের

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুর রণক্ষেত্র

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল