টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা
অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। এবার বিজয়া দশমী পড়েছে আগামী ২ অক্টোবর, বৃহস্পতিবার। এই দিনটি সরকারি ছুটি। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় মিলিয়ে ছুটি দাঁড়াচ্ছে তিন দিন।
অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য এবার ছুটির তালিকা আরও লম্বা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ, টানা ১২ দিন ছুটি উপভোগ করতে পারবে স্কুল-কলেজ পড়ুয়ারা।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শুরু হলেও তার আগের দুদিন ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সেটিও ছুটির আওতায় এসে গেছে। ফলে শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হয়েছে।
এই ছুটির মধ্যে শুধু দুর্গাপূজাই নয়, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকছে। বিশেষভাবে, ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিন ঐচ্ছিক ছুটির সুযোগও রাখা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি নির্ধারিত হবে সংশ্লিষ্ট সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, যেহেতু এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
সরকারি চাকরিজীবীদের জন্য এই তিন দিনের ছুটি যেমন স্বস্তির খবর, শিক্ষার্থীদের জন্য ১২ দিনের ছুটি মানেই বইয়ের বাইরে কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ। পূজার আনন্দের পাশাপাশি এই সময়টা পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে কাটানোর এক দারুণ সুযোগ হয়ে উঠবে সবার জন্য।