রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভারতকে বাদ দিয়ে ‘প্রতিশোধ’ নিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আগামীকাল রবিবার মাঠে গড়াচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান লড়াই। তবে মাঠের লড়াইয়ের আগেই উত্তেজনায় ফুটছে দুই দেশ। কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে পাকিস্তানের নাম বা পতাকা রাখেনি ভারতের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। এবার একই কাজ করল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস।

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচকে সামনে রেখে পাঞ্জাব কিংসের ওই পোস্টারে কেবলই ভারতকে রাখা হয়েছিল। পাকিস্তানকে সেখানে উহ্য করা হয়েছিল। পাঞ্জাব কিংসের বিপক্ষে তাতে পক্ষপাতের অভিযোগ আনা হয়।

এরই প্রতিক্রিয়ায় ভারতকে বাদ দিয়ে পোস্টার বানিয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি করাচি। সেই শিল্পকর্মটিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে ভারতের অধিনায়কের বিরুদ্ধে দাবা খেলতে দেখা গেছে, যেখানে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের অবয়ব সম্পূর্ণরূপে ছায়াচ্ছন্ন ছিল।

ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে মাঠের বাইরের লড়াই এই প্রথম নয়। এই দুই দেশের সাবেকদের টুর্নামেন্টেও কয়েকদিন আগে ছড়ায় উত্তেজনা। পাকিস্তান লেজেন্ডসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ভারতের সাবেক ক্রিকেটাররা। গ্রুপপর্বের ম্যাচ ও সেমিফাইনালে মুখোমুখি হয়নি দুই দল। তবে গ্রুপ পর্বে পয়েন্ট ভাগাভাগি হলেও সেমিফাইনালে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে এবং ৪.৩ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করে ফেলে ভারত। অন্যদিকে, পাকিস্তান ১৬.৪ ওভারে ৬৭ রানে ওমানকে গুটিয়ে দেওয়ার আগে ১৬০ রান করে।

ঐতিহাসিকভাবে, দুই দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারতের লিড ১০-৩। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ফেব্রুয়ারিতে। দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছয় উইকেটে জয়লাভ করেছিল।