সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা
খাগড়াছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগ
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদরের লতিবান ইউপির দুর্গম রেজামণিপাড়ায় সোলার প্যানেলের মাধ্যমে স্থাপিত নলকূপ থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করছেন এক আদিবাসী নারী -আমাদের সময়
সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন ২০৩ ব্রিগেডের খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সেনাবাহিনীকে শুধু নিরাপত্তার বাহিনী হিসেবে নয়, উন্নয়ন সহযোগী হিসেবেও দেখতে হবে। গত বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর সেনা জোনের রেজামণিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৪নং লতিবান ইউপির দুর্গম রেজামণিপাড়া ও কারিগরপাড়ায় সেনাবাহিনী প্রধানের উপহার সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও সেনাবাহিনী সমানভাবে কাজ করছে। পাহাড়ের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। সেনাবাহিনী সেই লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে পাহাড় হবে সমৃদ্ধির ঠিকানা।
৪নং লতিবান ইউপি চেয়ারম্যান ভূমিধর রোয়াজা বলেন, দুর্গম রেজামণিপাড়া এবং কারিগরপাড়ার লোকজন দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত ছিল। সম্মানিত সেনাবাহিনী প্রধান কথা দিয়েছিলেন- আমাদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করবেন। সেনাবাহিনী প্রধান কথা রেখেছেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় আমরা খুবই আনন্দিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত ২৯ মার্চ খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন দুর্গম রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। তখন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন তিনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ-ব্যবস্থার কথা জানান। তারই অংশ হিসেবে সেনাবাহিনী প্রধানের উপহার হিসেবে দুর্গম রেজামণিপাড়া ও কারিগরপাড়ায় সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ প্রকল্পের আওতায় রেজামণিপাড়ায় ৩১টি পরিবার, কারিগরপাড়ায় ৮৬টিসহ ১১৭টি পরিবারের ৬ শতাধিক মানুষ সুবিধা ভোগ করছে।