রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কোহলি-আনুশকাকে বের করে দিয়েছিলেন ক্যাফে কর্মীরা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা জেমিমা রদ্রিগেজ সম্প্রতি কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুশকা শর্মাকে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেছেন। ‘দ্য বোম্বে জার্নি’র সঙ্গে আলাপচারিতায় জেমিমা জানান, নিউজিল্যান্ডে একবার কোহলি, আনুশকা, স্মৃতি মান্ধানা ও তাকে বের করে দিয়েছিলেন ক্যাফে কর্মীরা।

সেবার একই হোটেলে উঠেছিলেন ভারতের নারী ও পুরুষ ক্রিকেটাররা। কোহলির সঙ্গে সেই সফরে ছিলেন স্ত্রী আনুশকাও। জেমিমা বলেন, ‘একবার আমরা নিউজিল্যান্ডে ছিলাম। স্মৃতি এবং আমি সেখানে ছিলাম, এবং পুরুষ এবং নারী দল একই হোটেলে উঠেছিল। তাই স্মৃতি এবং আমি বিরাটকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কি আমাদের সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলতে পারবেন? কোহলি বলেছিলেন, ‘‘হ্যাঁ, দয়া করে আসুন।’’ এবং তারপর সে আমাদের একটি ক্যাফেতে যেতে বলল।’

জেমিমা যোগ করেন, ‘প্রথম আধ ঘন্টা ধরে আমরা কেবল ক্রিকেট নিয়েই কথা বলেছি।’ জেমিমা আরও স্মৃতিচারণ করেন, কীভাবে কোহলি তাকে এবং স্মৃতিকে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছিলেন, ‘তোমাদের দুজনেরই নারী ক্রিকেটে পরিবর্তন আনার ক্ষমতা আছে। আর আমি সেটা ঘটতে দেখতে পাচ্ছি। শুধু সেই দায়িত্বটা গ্রহণ করো কারণ তুমি যে পরিবর্তন আনতে পারো তা হবে বিরাট এবং বিশাল।’

ভারতের এই নারী ক্রিকেটার আরও বলেন, ‘আমরা ব্যাটিং এবং এর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি। এরপর, আমরা কেবল জীবন নিয়ে কথা বলেছি, যেমন দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বন্ধুরা কীভাবে দেখা করে এবং আড্ডা দেয়।’

ঘণ্টার পর ঘণ্টা কথা বলার পরই ক্যাফে কর্মীরা সবাইকে চলে যেতে বলেন। জেমিমার ভাষায়, ‘আমরা চার ঘন্টা কথা বলেছিলাম। এর মধ্যে ব্যাটিং নিয়ে আধ ঘন্টা এবং এলোমেলোভাবে চার ঘণ্টা। আমরা থামার একমাত্র কারণ ছিল ক্যাফের কর্মীরা আমাদের বের করে দিয়েছে। তারা বলেছে, ‘‘এখনই সব শেষ। এখন ১১:৩০, তোমাদের চলে যেতে হবে।’’