‘আমার মনে হয়, ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে’
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, ‘নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক ছিল। তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয়— ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন।’
গতকাল শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার নিজ বাড়িতে জেলার বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
এম এ মালেক বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখান করে আমি তাকে (শেখ হাসিনা) শর্ত দিয়েছিলাম, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’
তিনি বলেন, ‘গত ১৫ বছর এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তুলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।’
বিএনপির এ নেতা বলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম, তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি নেতা জসীম, সিলেট জেলা কৃষকদলের নেতা নান্নু প্রমুখ।