তানভিরের ৫ উইকেটে বাংলাদেশের লংকা বধ, সিরিজে সমতা
স্পোর্টস ডেস্ক : প্রথমে ব্যাট করে শ্রীলংকার সামনে ২৪৯ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তবে এই পুঁজি নিয়েই ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ১৬ রানে হারিয়ে দিল বাংলাদেশ। তানভির ইসলামের স্পিন বিষে পুড়ে নীল হয়েছেন লংকান ব্যাটাররা। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেই ৫ উইকেট পেলেন তিনি। ১০ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ৩৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন তানভির।
২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ৬ রানের মাথায়ই লংকান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা। এর মধ্যে কুশল রান তোলেন ঝোড়ো বেগে। মাত্র ২০ বলেই ফিফটি আদায় করেন তিনি।
তানভিরের বলে দলীয় ৭৫ রানে মাদুশকার বিদায়ের পরে ধস নামে লংকান ইনিংসে। একে একে ফিরে যান কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কারা। কামিন্দু মেন্ডিস চেষ্টা করলেও ৩৩ রানের বেশি করতে পারেননি। দুনিথ ভেলালাগে আর মহেশ থিকসানাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তানভির। ১৭০ রানে ৮ উইকেট হারায় শ্রীলংকা।
এরপরই শুরু হয় জানিথ লিয়ানাগে আর দুশমন্থ চামিরার অবিশ্বাস্য ব্যাটিং। দুর্দান্ত জুটি গড়ে বাংলাদেশকে ভয়ই পাইয়ে দেন এই দুজন। নবম উইকেটে যোগ করেন ৫৮ রান। তবে ৪৮তম ওভারে লিয়ানাগেকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারে চামিরাকে (১৩) ফিরিয়ে শেষ পর্যন্ত ম্যাচও জেতে টাইগাররা। ৮৫ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৭৮ রান করেন লিয়ানাগে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ২৫ বল আগেই ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ফিফটি করেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। শেষদিকে ২১ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তানজিম হাসান সাকিব।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পরে ব্যাট করে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিতে দ্বিতীয়বার ভাবেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরুতেই তানজিদকে হারিয়ে কিছুটা পথ হারায় টাইগাররা। আসিথা ফার্নান্দোর দারুণ এক নাকলবলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসের কাছে ক্যাচ তুলে দেন তানজিদ (১১ বলে ৭*)।
দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর শান্তকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন ইমন। যেখানে শান্তর অবদান মাত্র ১৪ রান (১৯ বলে)। পার্ট টাইম স্পিনার চারিথ আসালঙ্কার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। দুরন্ত ব্যাটিং করা পারভেজ ইমন দলীয় ১১০ রানে ফেরেন তৃতীয় ব্যাটার হিসেবে। ৪৬ বলে ফিফটি হাঁকানো ইমন ৬৯ বলে ৬৭ রান করে আউট হয়েছেন। নিজের ইনিংসে ৬টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ইমনের এটি প্রথম ফিফটি। বেশিক্ষণ টিকতে পারেননি পাঁচ নম্বরে নামা মিরাজও। ১০ বলে ৯ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।
ছয় নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারি দারুণ শুরু করেছিলেন। তবে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ২২ রানেই শেষ হয় এই ইনিংস। এরপরই জুটি গড়েন চারে নামা হৃদয় ও সাত নম্বরে নামা জাকের। ৪৫ রানের জুটি গড়ার পর ৪০ বলে ২৪ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন জাকের। এরপর ধস নামে বাংলাদেশ ইনিংসে। ২১৮ রানের মধ্যেই ৯ উইকেট বিদায় নেয়।
৬৯ বলে ৫১ করে রানআউটের শিকার হন হৃদয়। দুই নেওয়ার সংকেত দিলেও অপরপ্রান্ত থেকে সাকিব তাকে বিরত করেন। মাঝপথে এসে আবার উইকেটে ফিরতে গিয়ে রানআউট হন পাঁচ নম্বরে নামা এই ব্যাটার। তবে আউট হয়ে নিজেকে সংবরণ করতে পারেননি তিনি। ক্রিজেই ছুঁড়ে মারেন ব্যাট। শেষদিকে মাত্র ২১ বলে ৩৩ রান করেন সাকিব। সমান ২টি করে চার ও ছক্কা হাঁকিয়ে এই রানে অপরাজিত থাকেন তিনি। তবে আরেক পাশে তাকে কেউ সঙ্গ দিতে না পারায় ২৪৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।