বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির ‘টেকনাফ-তেঁতুলিয়া অভিযাত্রা’ নিয়ে যা বললেন প্রেস সচিব

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টেকনাফ থেকে তেঁতুলিয়া যাত্রাকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির পুনর্গঠনের সূচনা হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘আমি যদি এখন একজন ফ্রিল্যান্স সাংবাদিক হতাম, তাহলে এনসিপির নেতাদের সঙ্গে এই ভ্রমণে অবশ্যই যোগ দিতাম। এটি কেবল একটি কর্মসূচি নয়, এটি নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে একটি যাত্রা।’

তিনি লেখেন, ‘মাত্র এক বছর আগে তরুণরা একটি বিপ্লবে নেতৃত্ব দিয়ে এক স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেছিল। সেই তরুণরাই এখন তৃণমূল ঘুরে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলছে। কিছুদিন আগেও এদের কেউ কেউ বিতর্কিত ছিল, কেউ কেউ নিষ্প্রভ। কিন্তু এই যাত্রা তাদের নতুনভাবে উজ্জীবিত করেছে। তাদের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী, আর প্রত্যাশা আকাশছোঁয়া।’

তিনি আরও লেখেন, ‘যখন এনসিপির বহর শহর ও গ্রাম অতিক্রম করছে, তখন একটি বিষয় স্পষ্ট-এই আন্দোলনের মূল চালিকাশক্তি তরুণ প্রজন্ম। হাজার হাজার তরুণ-তরুণী এতে যোগ দিচ্ছে, স্লোগান দিচ্ছে। তবুও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েই যাচ্ছে-এই তরুণ শক্তি কি দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে? তারা কি বিএনপি ও জামায়াতের মতো পুরনো ও সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হয়ে উঠতে পারবে? প্রবীণদের অবস্থান কী? তারা কি ইতোমধ্যে কোনো দলকে বেছে নিয়েছেন, নাকি এখনো সিদ্ধান্তহীনতায় আছেন?’

পোস্টে শফিকুল আলম আরও উল্লেখ করেন, ‘এই সফর কেবল একটি প্রচারণা নয়-এটি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটি পরীক্ষার ক্ষেত্র। বিশ্ব তাকিয়ে আছে। যদি এই আন্দোলন ধারাবাহিকভাবে বিশাল জনসমাগম ঘটিয়ে যেতে পারে, তাহলে আন্তর্জাতিক গণমাধ্যমও নজর দেবে। এমনকি কিছু বিদেশি সাংবাদিকও হয়তো এই তরুণ নেতাদের সফরে সঙ্গী হতে চাইবে।’

প্রসঙ্গত, ‘টেকনাফ-তেঁতুলিয়া অভিযাত্রা’ নামে এনসিপির চলমান রাজনৈতিক সফর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডিপজলের পাশে দাঁড়ালেন মুক্তি

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একসঙ্গে মা-মেয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

দুদকের সেই শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল