বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সীমানা নির্ধারণ নিয়ে সিদ্ধান্তহীনতায় ইসি

news-image

নতুন অধ্যাদেশ জারি হওয়ার পর কাজ শুরু করতে পারবে ইসি ।। ৭৫টি আসনের সীমানা বদলের জন্য ৬০৭টি আবেদন ।। অধ্যাদেশ হলে কাজ শুরু করতে পারবে ইসি ।। ইসির কাজে একটু বাধা হলেও নির্বাচন পেছানোর মতো কিছু দেখি না : ড. আব্দুল আলীম
বিদ্যমান আইন অনুযায়ী কোনো জনশুমারির পর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) চাইলে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে পারে। গত তিনটি বিতর্কিত নির্বাচনের সীমানা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু প্রভাব খাটিয়ে সীমানা নির্ধারণের অভিযোগ রয়েছে। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পাল্টে যায় সব হিসাব। এরপর বর্তমান নির্বাচন কমিশন সংশোধিত আইন অনুযায়ী সীমানা নির্ধারণের কাজ শুরু করে। তবে গত বুধবার জাতীয় ঐকমত্য কমিশনে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্যের ঘোষণা আসায় সীমানা নির্ধারণ করা নিয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে পড়েছে ইসি।

বিগত নির্বাচনগুলোর আগে প্রস্তুতিমূলক কাজের মধ্যে ইসির অগ্রাধিকার ছিল সীমানা পুনর্নির্ধারণ। এই কাজটি একটু সময় সাপেক্ষ। তাই আগেভাগেই সীমানা নির্ধারণের কাজটি সেরে নিত ইসি। তবে বর্তমান বাস্তবতায় ইসির হাতে বেশি সময় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে সীমানা নির্ধারণের কাজে হাত দিয়েছিল কমিশন। কিন্তু গত বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের পর এখন সেই কাজ আর এগিয়ে

নেওয়া সম্ভব নয় বলে মনে করেন ইসি কর্মকর্তারা। এখন বিশেষায়িত কমিটির মাধ্যমে সীমানা নির্ধারণের কাজটি করতে হবে। এ জন্য একটা অধ্যাদেশ প্রয়োজন হবে ইসির। তবে এতে সংসদীয় আসনের সীমানার আমূল পরিবর্তন হবে না বলেও মনের করেন বিশ্লেষকরা। তাদের মতে, নতুন সিদ্ধান্তের কাজে ইসির গতি একটু কমলেও নির্বাচন প্রস্তুতিতে খুব বেশি সমস্যা হবে না।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকেও সীমানা নির্ধারণ নিয়ে কিছু সুপারিশ করা হয়েছিল। সেখানে আশু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠনের মাধ্যমে সীমানা নির্ধারণ করার কথা বলা হয়েছে। আর ভবিষতের জন্য বলা হয়েছে, একটি আলাদা স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের এই প্রস্তাবে একমত পোষণ করেছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

এর আগে সীমানা নির্ধারণ-সংক্রান্ত বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। সেখানে খুব বেশি একটা পরিবর্তন আনা হয়নি। যার ফলে বিদ্যমান আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণের কাজটি শুরু করেছিল ইসি। কিন্তু গত সপ্তাহে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেহেতু রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্তে একমত হয়েছে, তাই ইসির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা নির্ধারণ নিয়ে কাজ চলছিল। সেই কমিটি প্রায় ৩৫টি আসনে ছোটখাটো পরিবর্তন এনে একটা খসড়া তৈরি করেছিল। সেই অবস্থায় গত বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে ‘বিশেষায়িত কমিটি’ গঠনের সিদ্ধান্তটির ফলে ইসির পক্ষ থেকে যেটুকু কাজ এগিয়ে নেওয়া হয়েছিল, তা নতুন করে শুরু করতে হচ্ছে। ফলে সীমানা নির্ধারণ নিয়ে সিদ্ধান্তহীনতায় ইসি।

সীমানা নির্ধারণ নিয়ে ইসির পরিকল্পনা জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনে সীমানা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয় তুলে ধরে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে যে ঐক্যমত হয়েছে তা হলো- প্রতি আদমশুমারির অনধিক ১০ বছর পর সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য সংবিধানের ১১৯ অনুচ্ছেদের দফা এক-এর ঘ শেষে আইনের দ্বারা একটি বিধান যুক্ত করা। এর অর্থ হচ্ছে, সংসদীয় আসন নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করা। তিনি জানান, সংশ্লিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের বিষয়টি সংবিধানে যুক্ত করার কথা বলা হয়েছে। আর আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিশেষায়িত কমিটি গঠনের কথা বলা হয়েছে। ঐকমত্য কমিশন এই বিষয় সরকার ও নির্বাচন কমিশনকে অবহিত করবে।

ঐকমত্য কমিশনের এই সিদ্ধান্তের পর এখন ইসির করণীয় কী হবে, সে বিষয়ে গতকাল পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমাদের সময়কে জানান, সীমানা নির্ধারণ নিয়ে যতটুকু কাজ হয়েছিল, তা এখনও পুরোপুরি বন্ধ। ইসির পরিকল্পনায় এই মুহূর্তে সীমানা নির্ধারণের ইস্যুটি নেই। যেহেতু ঐকমত্য কমিশন একটা প্রস্তাব দিয়েছে, তাদের সেই প্রস্তাব লিখিতভাবে পেলে ইসি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এই অবস্থায় ইসির কাজে গতি কমে আসবে বলে অনেকে মনে করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম আমাদের সময়কে বলেন, সীমানা নির্ধারণের কাজে কারিগরি লোক দরকার হয়। বিদ্যমান ব্যবস্থায় ইসির অধীনে করা হলে সীমানা নির্ধারণে আন্তর্জাতিক মান বজায় থাকে না। তাই আমরা বিশেষায়িত কমিটি গঠনের কথা বলেছিলাম। শেষ পর্যন্ত ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এটা ভালো দিক। তবে ইসির কাজ শুরু করার পর ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের কারণে নির্বাচন পেছানোর কোনো পথ দেখছেন না আব্দুল আলীম। জানতে চাইলে তিনি বলেন, এতে ইসির কাজে অসুবিধা হওয়া বা নির্বাচন পেছনোর মতো কিছু দেখছি না। এখন যেহেতু ঐকমত্য হয়েছে, সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা আইনের খসড়াও দেওয়া হয়েছিল। কাজেই সেটা অধ্যাদেশ জারি করে দিলে কাল থেকেই কাজ করতে পারবে। এই কাজ শেষ করতে খুব বেশি হলে তিন মাস সময় লাগে। কাজেই নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটবে না।

ইসি-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে ৭৫টি আসনের সীমানা পরিবর্তনের জন্য ৬০৭টি আবেদন জমা পড়েছে। ৩০০ আসনের বর্তমান সীমানায় নির্বাচনে আগ্রহী নয় বিএনপি। কারণ, এক-এগারোর সেনাসমর্থিত সরকারের আমলে ড. শামসুল হুদা কমিশন সংসদীয় আসনের সীমানায় বড় পরিবর্তন আনে। ওই সীমানায় ২০০৮ সালে নবম সংসদ নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপি মাত্র ৩০টি আসন পায়। তখন থেকেই বিএনপি সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি জানিয়ে আসছে। পরবর্তী তিন কমিশনের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তন আনা হয়েছিল। বিএনপির দাবি, ২০০১ সালের আগের সীমানায় অর্থাৎ অষ্টম সংসদ নির্বাচনের সীমানায় ফিরে যেতে হবে।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, ২০০১ সালের আগের সীমানায় ফিরে যাওয়া প্রায় অসম্ভব। কারণ, এরপর বেশ কয়েকটি প্রশাসনিক ইউনিট (নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ) হয়েছে। নদীভাঙনসহ নানা কারণে ভূপ্রকৃতিগত পরিবর্তন এসেছে। জনবসতিতেও ব্যাপক পরিবর্তন ঘটেছে।

নতুন প্রস্তাব অনুযায়ী সংসদীয় আসনে বিরাট পরিবর্তন হতে পারে- এমন একটি কথা রয়েছে। তবে এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি আমাদের সময়কে বলেন, সংসদীয় আসনের আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা যেহেতু কারিগরি কাজ, তাই এই কাজে যারা অভিজ্ঞ তাদের দিয়েই কাজটি করার কথা বলা হয়েছে। এখানে খুব বেশি একটা পরিবর্তন হবে বলে মনে করি না।

 

এ জাতীয় আরও খবর

ডিপজলের পাশে দাঁড়ালেন মুক্তি

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একসঙ্গে মা-মেয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

দুদকের সেই শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল