বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিপক্ষকে শায়েস্তায় মব সন্ত্রাসের ফাঁদ

news-image

সাজ্জাদ মাহমুদ খান
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে টার্গেট করে পরিকল্পিতভাবে ‘মব সন্ত্রাস’ তৈরি করা হচ্ছে। লুটপাট ও হত্যায় ব্যবহার করা হচ্ছে বিক্ষুব্ধ জনতার ‘মব’ ফাঁদ। মব সন্ত্রাসের ফাঁদে ফেলে মারধর ও হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। গত পাঁচ মাসে ১৪১টি মব সন্ত্রাসের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৮ জন। রাজধানী ঢাকার পর মব সন্ত্রাসে বেশি হত্যার ঘটনা ঘটেছে চট্টগ্রাম ও বরিশালে। মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনী ও থানায় আক্রমণের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার ও সাজার হার খুবই কম। রাজনৈতিক প্রশ্রয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় মব সন্ত্রাসের মতো নৃশংস ঘটনা থামানো যাচ্ছে না, বলছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চলা মব সন্ত্রাসের অধিকাংশই পরিকল্পিত। হত্যাকারীরা জনতাকে উস্কে দেয়, যাতে হত্যার দায় স্পষ্টভাবে কারও ওপর না পড়ে। এতে একদিকে প্রতিপক্ষকে শায়েস্তা করা যায়, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করে মূল হোতারা দায় এড়িয়ে যায়।

মানবাধিকার সংগঠক নূর খান লিটন বলেন, দেশে একটি অস্থিরতা তৈরির জন্য একটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তাদের পরিকল্পিত মব সন্ত্রাসের শিকার হচ্ছে মানুষ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব ঘটনা চলমান থাকার দায় সরকার এড়াতে পারে না। আইন-আদালতকে পাশ কাটিয়ে মব সন্ত্রাস বা আইন নিজের হাতে তুলে দেওয়ার সুযোগ নেই। মব সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্রমনা মানুষকে রুখে দাঁড়াতে হবে, কারণ এ অসভ্যতা চলতে পারে না।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, ব্যক্তিগত বিরোধে আপন ভাইকে মব তৈরি করে ফাঁসানোর ঘটনাও ঘটছে। সম্প্রতি আলোচিত কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন শাহ পরান নামের এক ব্যক্তি। চড়-থাপ্পড়ের জেরে প্রতিশোধ নিতে মব সৃষ্টি করে তিনি বড় ভাইকে ফাঁসিয়ে সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এর রেশ না কাটতেই গত গত বৃহস্পতিবার মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা বলছেন, ব্যক্তিগত শত্রুতার জেরে মাদক কারবারের কথা বলে জনতাকে উত্তেজিত করে তাদের হত্যা করা হয়েছে।

একই দিন রাজধানীর মহাখালীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভিআইপি কেবিন না পেয়ে হামলা ও ভাঙচুর করেন বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন ও তার সহযোগীরা। হোটেলের সিঁড়িতে দুই নারীকে মব সৃষ্টি করে যৌন হেনস্তা ও মারধরের ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে সম্প্র্র্রতি মব তৈরি করে জুতার মালা গলায় ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি মারধর করা হয়। লালমনিরহাটের পাটগ্রামে মব সৃষ্টি করে থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় ওসিসহ আহত হয়েছেন ৩০ জন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির সাবেক নেতা চপল হোসেনকে প্রধান আসামি করে ৩২ জনের নামে পাটগ্রাম থানায় মামলা করেছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম ৫ মাসে (জানুয়ারি-মে) মব সৃষ্টি করে ৭৮ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বাধিক ৩৯টি হত্যাকা- ঘটেছে। এরপর চট্টগ্রামে ১৫টি ও বরিশালে ১১টি হত্যার ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংগঠন এমএসএফ বলছে, চলতি বছরের প্রথম ৫ মাসে ১৪১টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত জানুয়ারি মাসে ২১টি মবের ঘটনায় ১২ জন নিহত ও ৩৮ জন আহত হন। ফেব্রুয়ারিতে ১৮টি মবের ঘটনায় ৮ জন নিহত ও ৩৪ জন আহত হন। মার্চে মবের ঘটনা ঘটে ৩৯টি। এসব ঘটনায় ওই মাসে ১৩ জন নিহত ও ৯৬ জন আহত হন উচ্ছৃঙ্খল জনতার হাতে। এপ্রিলে ২৭টি মবের ঘটনায় ১০ জন নিহত ও ৫৩ জন আহত হন। মে মাসে ৩৬টি মবের ঘটনায় ৯ জন নিহত ও ৬৮ জন আহত হন।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মব সন্ত্রাসের মাধ্যমে হত্যাকা-ের মামলায় শাস্তির নজির নেই বললেই চলে। ফলে অপরাধীদের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে কাজে লাগাচ্ছে আরেক অপরাধী চক্র; গণপিটুনির ফাঁদে ফেলে মারধর ও হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। নিরপরাধ মানুষও ফাঁদে পড়ে মারধর ও হত্যার শিকার হচ্ছেন। এ ধরনের অপরাধে জড়িতদের কঠোর আইনগত ব্যবস্থার মুখোমুখি করতে হবে। সেই সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব কাজে জড়িত থাকলে দল থেকে বহিষ্কারসহ নির্মোহ কঠোর পদক্ষেপই গণপিটুনির মতো ঘটনা কমিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মানবাধিকারকর্মী ও আইনজীবীরা বলছেন, গণপিটুনি বেড়ে যাওয়া আইনশৃঙ্খলার অবনতির চিত্রকেই তুলে ধরে। আইন প্রয়োগ ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার কারণে গণপিটুনির মতো কা- বেড়ে যায়। দিনের পর দিন এসব ঘটনা বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে না নেওয়ায় এগুলো আরও বাড়ছে। আর রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষকে ফাঁদে ফেলে গণপিটুনিতে হত্যার ঘটনাও ঘটছে। গণপিটুনি আইনের দৃষ্টিতে ‘হত্যা’ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিরা হত্যাকারী।

পরিসংখ্যান বলছে, গত মে মাসে মব সন্ত্রাসের ৩৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ছাত্রলীগের ৯ জনকে মব সৃষ্টি করে মারধর করা হয়েছে। ডাকাতির অভিযোগে ৫ জনকে মারধর করা হয়। চোর সন্দেহে মব সৃষ্টি করে গণপিটুনিতে ১২ জন গুরুতর আহত হয়েছেন।

ঢাকা বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক আমাদের সময়কে বলেন, মব সৃষ্টিকারীরা খুবই সংগঠিত ও রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে। রাজনৈতিক স্বার্থের ক্ষোভ ও প্রতিহিংসা থেকে মব তৈরি হচ্ছে। সেই ক্ষোভ আর স্বার্থ থেকে গণপিটুনির মতো ঘটনা ঘটছে। এই সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ আরও বলেন, পুলিশ নিজেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মব আটকাতে গিয়ে নিজেই মবের শিকার হতে পারে- এটি পুলিশের মনে কাজ করে। তাই ব্যক্তিগত প্রতিহিংসায় আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কঠোর বার্তা দিতে হবে। গণপিটুনির মতো অপরাধে অংশ নিলে আইনগত ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এ ধরনের ঘটনা কমে আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, গণপিটুনির বড় অংশের পেছনে মতলববাজ বা সুযোগ সন্ধানীরা থাকেন। দুই-চারজন মিলে কাউকে পিটিয়ে হত্যা করলে নির্ণয় করা সম্ভব কার পিটুনিতে মৃত্যু হয়েছে। কিন্তু শত শত লোক যখন গণপিটুনিতে অংশ নেয়, তখন তা নির্ণয় করা কঠিন। ফলে যে কোনো নির্বাচনের আগে বা কোনো বিশেষ সময়ে গুজব রটিয়ে বা অন্য কোনো কারণে গণপিটুনি বেড়ে যায়।

ভুক্তভোগীরা বলছেন, গণপিটুনির ঘটনায় মামলা দায়ের হলেও বিচার হওয়ার নজির কম। ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের রাতে ঢাকার পাশেই আমিন বাজারের বড়দেশি গ্রামে ৬ ছাত্রকে গণপিটুনিতে হত্যা করা হয়। সেই হত্যাকা-ের ১০ বছর পর আদালত ১৩ জনকে মৃত্যুদ- এবং ১৯ জনকে কারাদ-ের আদেশ দেন। কিন্তু এখনও মামলাটি আপিল আদালতে ঝুলে আছে। বিচার না হওয়ায় এ ধরনের অপরাধের ক্ষেত্রে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে, বলছেন সংশ্লিষ্টরা।

 

এ জাতীয় আরও খবর

ডিপজলের পাশে দাঁড়ালেন মুক্তি

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একসঙ্গে মা-মেয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

দুদকের সেই শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল