বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কের সহায়তায় সমরাস্ত্র শিল্প প্রসারের সম্ভাবনা

news-image

আরিফুজ্জামান মামুন
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান ও দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক হালুক গরগুন আগামী ৮ জুলাই ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার ২৪ ঘণ্টার এই সফর সংক্ষিপ্ত হলেও খুব গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি উন্নয়নে তুরস্ক অনেক দিন ধরে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে আসছে। দেশটির সহযোগিতায় বাংলাদেশে আধুনিক অস্ত্র কারখানা গড়ে তোলার উদ্যোগ অনেকটা এগিয়েছে। এখন হালুকের সফর এই উদ্যোগের বাস্তবায়ন প্রক্রিয়া নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, প্রতিরক্ষা শিল্পের বিস্তার ঘটলে শুধু দেশের নিরাপত্তা চাহিদা পূরণেই নয়, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যেও বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।

জানা গেছে, ঢাকা সফরকালে তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে। উচ্চপর্যায়ে তার এই সাক্ষাৎ ও বৈঠকগুলোতে দুই দেশের সামরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত ও দীর্ঘস্থায়ী করা যায়, সে বিষয়েই মূল আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনায় থাকবে প্রযুক্তি বিনিময় এবং যৌথ উদ্যোগে অস্ত্র উৎপাদন ও রপ্তানি পরিকল্পনা। সফরসূচির মধ্যে আরও রয়েছে সামরিক প্রকল্প পরিদর্শন, সম্ভাব্য জায়গা নির্বাচন এবং যৌথ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সামরিক সহযোগিতা নিয়ে থাকে। তুরস্কের সঙ্গেও বহু দিনের সহযোগিতা বিদ্যমান। যদি দেশের স্বার্থ রক্ষা করে প্রতিরক্ষা খাতে আরও সহযোগিতা বৃদ্ধি করা হয়, তাতে সমস্যা নেই। নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) এএনএম মনিরুজ্জামান বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় দেশগুলো প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে চাইবে এটাই স্বাভাবিক। তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে অস্ত্র কারখানা তৈরির যে আলোচনা চলছে সেটার টার্মস অ্যান্ড কন্ডিশন কী সেগুলো না দেখে মন্তব্য করা যাবে না।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রেসিডেন্ট আশিক চৌধুরীও তুর্কি প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা করেছেন। বিনিয়োগ, অবকাঠামো সুবিধা, কর অবকাশ, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ জনবল গঠনের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিডা উদ্যোগটি বাস্তবায়নে একাধিক নীতিগত সহায়তা

দেবে বলে সূত্রে জানা গেছে।

বর্তমানে বিশ্বজুড়ে প্রতিরক্ষা শিল্পে উদীয়মান শক্তি হিসেবে বিবেচিত তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে ড্রোন, রাডার, ট্যাংক, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করছে। বাংলাদেশ এই অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন খাতকে শক্তিশালী করতে চায়। ইতোমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে আনা হয়েছে আধুনিক বর্মযুক্ত

যান, রাডার সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি। এবার সেই সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে কারখানাগুলো স্থাপনে সম্ভাব্য স্থান হিসেবে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামকে বিবেচনা করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, চট্টগ্রাম বন্দরের কারণে আন্তর্জাতিক যোগাযোগ সহজ হবে, আর নারায়ণগঞ্জের ঘনবসতিপূর্ণ ও শিল্পঘন এলাকায় প্রশিক্ষিত শ্রমশক্তি সহজলভ্য। এই অবকাঠামোগত সুবিধা যৌথ অস্ত্র কারখানা পরিচালনার ক্ষেত্রে একটি বড় ইতিবাচক দিক। এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে, দেশীয় প্রতিরক্ষা খাতের ওপর নির্ভরতা বাড়ানো এবং বৈদেশিক অস্ত্র আমদানির ওপর নির্ভরশীলতা কমানো।

বিশ্লেষকদের মতে, এই কারখানাগুলো ঘিরে গড়ে উঠতে পারে একটি প্রতিরক্ষা শিল্পনির্ভর ইকোসিস্টেম। যেমনÑ অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ, মেশিনারি রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা সফটওয়্যার, প্রশিক্ষণ কেন্দ্র, কাঁচামাল প্রক্রিয়াকরণ এবং প্যাকেজিংসহ বিভিন্ন খাতে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এটি একটি নতুন কর্মক্ষেত্র হয়ে উঠতে পারে, যেখানে প্রকৌশল, প্রযুক্তি এবং সামরিক জ্ঞান প্রয়োগ করে একটি নতুন দক্ষ শ্রমবাজার গড়ে তোলা সম্ভব।

জানা গেছে, যৌথভাবে সমরাস্ত্র কারখানা গড়ার উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি বিষয়টি তদারকি করছে। কারখানার প্রযুক্তি, বিনিয়োগ, মানবসম্পদ প্রশিক্ষণ, উৎপাদন পরিকল্পনা ও রপ্তানি কৌশল সবকিছুই সুপরিকল্পিতভাবে নির্ধারণ করা হচ্ছে। অস্ত্র কারখানা প্রতিষ্ঠার পাশাপাশি দুই দেশ তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি এবং কমান্ড কন্ট্রোল সিস্টেমে যৌথ গবেষণার সম্ভাবনাও বিবেচনা করছে। এই গবেষণা কাঠামো বিশ্ববিদ্যালয় ও সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে পরিচালিত হতে পারে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান আসছেন। এই সফরে তুরস্কের সহযোগিতায় অস্ত্র কারখানা তৈরির বিষয়টি আলোচনা হবে। এ ছাড়া বাংলাদেশ এখন একটি ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতির দিকে এগোচ্ছে, যেখানে পশ্চিমা দেশ, চীন, ভারত ও মুসলিম বিশ্বের মধ্যে সম্পর্ক রক্ষা করে সামরিক ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করছে। তুরস্কের সঙ্গে এই নতুন উদ্যোগ সেই কৌশলের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সহযোগিতার মধ্যে কেবল প্রযুক্তি নয়, প্রশিক্ষণ, নিরাপত্তা সংলাপ এবং গবেষণা ও উন্নয়নও অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর বলেন, তুরস্কের সঙ্গে আমাদের সামরিক সহযোগিতা বহুদিনের। সেই সম্পর্ক সময়ের প্রয়োজনে বিস্তৃত হতেই পারে। তবে খেয়াল রাখতে হ যৌথ উদ্যোগে কোনো কিছু হলে সেখানে যেন দেশের স্বার্থ অক্ষুণ্ন্ন থাকে।

 

এ জাতীয় আরও খবর

ডিপজলের পাশে দাঁড়ালেন মুক্তি

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একসঙ্গে মা-মেয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

দুদকের সেই শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল