‘বিচার ও সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়’
বগুড়া প্রতিনিধি : বিচার ও সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আজ যারা গণতন্ত্রের কথা বলেন, তারাই আবার বিচারহীনতার সংস্কৃতি চালু রেখেছেন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে লড়ছি, যেই স্বপ্ন নিয়ে শহীদরা প্রাণ দিয়েছিলেন।’
আজ শনিবার বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘বিচার, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’-এই স্লোগানকে সামনে রেখে এই পথসভার আয়োজন করেছে এনসিপি।
পথসভায় নাহিদ ইসলাম বলেন,‘শুধু সরকার পরিবর্তন নয়, ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম হচ্ছে আমাদের এই পদযাত্রা। আমাদের দাবি, নতুন সংবিধান প্রণয়ন করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’
এতে আরও বক্তব্য রাখেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশের মানুষ আজও অধিকারহীন। আমরা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হতে দিতে পারি না। সকল দলমতের বাইরে গিয়ে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে।’
পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবসমাজসহ এনসিপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।