এক ইনিংসেই আধ ডজন রেকর্ড গিলের
স্পোর্টস ডেস্ক : এজবাস্টন টেস্টে একের পর এক রেকর্ড গড়লেন ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল। ছাপিয়ে গেলেন সুনিল গাভাস্কার, শচিন টেন্ডুলকার, বিরাট কোহলির মতো কিংবদন্তিদের। ২৬৯ রানের মহাকাব্যিক এক ইনিংসে আধ ডজন রেকর্ড গড়েছেন ডানহাতি এই ব্যাটার। আসুন দেখে নেওয়া যাক তার রেকর্ডগুলো
ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্টে সর্বোচ্চ ইনিংস
ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন শুভমন। এর আগে সেই রেকর্ড ছিল কোহলির দখলে। তিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান করেছিলেন। কোহলিকে ছাপিয়ে এবার ২৬৯ রান করলেন শুভমান।
প্রথম এশীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি
শুভমানই এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছেন। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকারত্নে দিলশান ইংল্যান্ডের মাটিতে ১৯৩ রান করেছিলেন। এশীয় অধিনায়কদের মধ্যে সেটাই ছিল এতদিন সর্বাধিক।
ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ইনিংস
ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের মালিক এখন শুভমান। এত দিন সেই রেকর্ড ছিল সুনিল গাভাস্কারের দখলে। ১৯৭৯ সালে ওভালে ২২১ রান করেছিলেন তিনি। ৪৬ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন শুভমান।
এশিয়ার বাইরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ইনিংস
এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেছেন শুভমান। এত দিন এই রেকর্ড ছিল শচিনের দখলে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ২৪১ রান করেছিলেন তিনি। ২১ বছর পর এজবাস্টনে ভাঙল সেই রেকর্ড।
সর্বকনিষ্ঠ হিসাবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি
শুভমান বিশ্বের পঞ্চম ক্রিকেটার যিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। বাকিরা হলেন শচিন, বিরেন্দ্রর শেহবাগ, ক্রিস গেইল ও রোহিত শর্মা। তবে সর্বকনিষ্ঠ (২৫ বছর ২৯৮ দিন) হিসাবে এই রেকর্ড গড়েছেন শুভমান।
দেশের বাইরে সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসাবে ডাবল
ভারতের অধিনায়ক হিসাবে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে শুভমান। ২৫ বছর ২৯৮ দিন বয়সে এই কীর্তি করেছেন তিনি। সর্বকনিষ্ঠ হিসেবে এই রেকর্ড রয়েছে দখলে মনসুর আলি খান পতৌদির। ২৩ বছর ৩৯ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষেই ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে সেটা ছিল দিল্লির মাঠে। শুভমান করেছেন ইংল্যান্ডের মাটিতে।