মমতার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশি হাইকমিশনার
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ
সিরাজগঞ্জে নোবেলহয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ চিঠি দেওয়ার পর তার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী সোমবার তাদের মধ্যে এ বৈঠক হবে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, দীর্ঘ ৯ বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন বাংলাদেশের কোনো হাইকমিশনার। এর আগে ২০১৬ সালে নয়াদিল্লিতে নিযুক্ত তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকে আর এই প্রোফাইলের কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এবার আগামী সোমবার মমতার সঙ্গে বৈঠক করতে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে আসছেন রিয়াজ হামিদুল্লাহ।
সূত্রের খবর, রিয়াজ হামিদুল্লাহ সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর নিয়ে ‘প্রকৃত তথ্য’ তুলে ধরবেন মমতার কাছে। এ ছাড়া সীমান্ত সমস্যা নিয়েও কথা হতে পারে তাদের।
রিয়াজ হামিদুল্লাহর পশ্চিমবঙ্গ সফরে আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সংসদ সদস্য জহর সরকারের সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে তার।
শোনা যাচ্ছে, পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে জহর সরকারের সঙ্গে দেখা করবেন রিয়াজ হামিদুল্লাহ। দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ হাইকমিশনারের আসন্ন সফরে রাজ্যপালের সঙ্গে আলাদা বৈঠক রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।