প্রধানমন্ত্রীত্ব ঠিক হলে কি দেশে ফিরবেন তারেক রহমান: হান্নান মাসুদ
সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করেবলেছেন, ‘দেশে এসে দেশের মানুষের জন্য রাজনীতি করেন। প্রধানমন্ত্রীত্ব ঠিক হলেই কি দেশে ফিরবেন? দেশকে ভালোবাসলে বিনা কারণে মানুষ দেশের বাইরে থাকে না।’
আজ শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কোনো মামলা নেই তারপরে কি দেশের মাটির ঘ্রাণ নিতে ইচ্ছে করে না? কেন আপনারা বিদেশের মাটিতে বসে আছেন? বাংলাদেশের মানুষ যদি রাজনীতি গ্রহণ করত তবে ২৪ এর গণঅভ্যুত্থান হতো না। ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পরিবার তান্ত্রিক রাজনীতিকে না বাচক বলেছে। এই দেশকে কোনো পরিবারের কাছেই ইজারা দেওয়া হয়নি।
হান্নান মাসুদ বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কব্জায়ত্ত করে রাখা হয়েছে। আরও একবার জোর যার মুল্লুক তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। মনে রাখবেন এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না, আপনাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন, জাতীয় যুবশক্তির সংগঠক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।