মধ্যপ্রাচ্যে নতুন ‘সাইকস-পিকট আদেশ’ বাস্তবায়ন করতে দেব না: এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন ‘সাইকস-পিকট আদেশ’ বাস্তবায়ন করতে দেব না বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ শনিবার ইস্তাম্বুলে ইসলামি দেশগুলোর শীর্ষ সম্মেলনে এরদোগান এসব কথা বলেছেন।
সাইকস-পিকট চুক্তি ছিল ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সম্রাজ্য পরাজিত হলে আরব অঞ্চল ভাগ করে নেওয়ার ব্যাপারে ফ্রান্স ও যুক্তরাজ্যের একটি গোপন চুক্তি। এতে সম্মত ছিল ইতালি আর রাশিয়াও। যদিও পরবর্তীতে সেটি বাস্তবায়িত হয়নি। চুক্তি অনুসারে, বর্তমান দক্ষিণ ইসরায়েল ও ফিলিস্তিন, জর্ডান ও দক্ষিণ ইরাকের নিয়ন্ত্রণ যুক্তরাজ্যের হাতে তুলে দেওয়া হবে এবং ভূমধ্যসাগরে প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য হাইফা ও একর বন্দরসহ আরও একটি ছোট এলাকাও তাদের হাতে দেওয়া হবে। ফ্রান্স দক্ষিণ-পূর্ব তুরস্ক, কুর্দিস্তান অঞ্চল, সিরিয়া এবং লেবানন নিয়ন্ত্রণ করবে।
এরদোয়ান বলেছেন, ‘আমরা আমাদের অঞ্চলে রক্ত দিয়ে সীমানা আঁকার একটি নতুন সাইকস-পিকট আদেশ প্রতিষ্ঠা করতে দেব না।’
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের জনগণের ইতিবাচক অবস্থারও প্রশংসা করেন এরদোয়ান, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে ইরানি জনগণ এই কঠিন অবস্থার মধ্যে তাদের সংহতি এবং শক্তিশালী রাষ্ট্রীয় অভিজ্ঞতা দিয়ে দুঃসময় পেরিয়ে যাবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘নেতানিয়াহুর ইহুদিবাদী উচ্চাকাঙ্ক্ষার আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে একটি বড় বিপর্যয়ের দিকে টেনে আনা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই।’ তিনি মুসলিম দেশগুলিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরোপের প্রচেষ্টা বৃদ্ধি করার আহ্বান জানান।