বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের হাতে আটক মোসাদের ৫৪ গুপ্তচর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান।গতকাল শুক্রবার দেশটির খুজেস্তান প্রসিকিউটরের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরান সরকার জানায়, অভিযুক্ত ব্যক্তিরা শত্রুর জন্য তথ্য সংগ্রহ করছিল। তারা ইরান সরকারের বিরুদ্ধে কাজ করে এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। জবাবে তেহরানও তেলআবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।