বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের শক্ত প্রতিরোধে সংলাপের পথে পশ্চিম

news-image

ইসরায়েলি আগ্রাসন ।। হাইফায় আবার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ।। ট্রাম্প পিছু হটার পর তেহরানে বিশাল ‘বিজয় মিছিল’ ।। ইরানের সমর্থনে ইরাকেও জনতার বিক্ষোভ ।। ইসরায়েলকে রক্ষায় জেনেভায় জোরালো কূটনৈতিক আলোচনা

দক্ষিণ ইসরায়েলের বিরশেবা শহরে গতকাল ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ভবন ও পুড়ে যাওয়া গাড়ি – সংগৃহীত

ধৈর্য নাকি ফুরিয়ে এসেছিল ট্রাম্পের। তেহরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল তার দেশ। খামেনিকে নিশানা করে তৈরি ছিল তার মিত্র দেশ ইসরায়েলের বাহিনী। কিন্তু ইরান অকুতোভয়। আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে অদম্য প্রতিরোধ গড়ে তুলেছে এবং যেভাবে প্রত্যাঘাত হেনেছে, শত্রুপক্ষ বিস্মিত, বিহ্বল, হতভম্ব। গাজায় হামাসকে কিংবা লেবাননে হিজবুল্লাহকে যেভাবে নাস্তানাবুদ করেছে, ইসরায়েল ভেবেছিল, একইভাবে ইরানকেও ছিন্নভিন্ন করে ছাড়বে। কিন্তু পাল্টা অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভীতসন্ত্রস্ত ইসরায়েল। সম্ভবত উপায়ান্তর না দেখে শেষে ‘দুই সপ্তাহ পর দেখা যাবে’ বলে যুদ্ধে জড়ানো থেকে আপাতত পিছু হটল যুক্তরাষ্ট্র। কিন্তু মুখে তো এতটুকু হারও স্বীকার করা যায় না, তাই পশ্চিম বলল, ‘কূটনীতির জানালা’ খুলে দেওয়া হলো।

কিন্তু সাধকের বাণীতে যেমন শুনি, ‘মনের জানালা খুলে দেখো, জগৎ দরজা খুলে যাবে’, তেমনি খোলা মনে ভাবলেই আসল চিত্র বুঝতে পাঠকের দেরি হয় না। ভয় পেয়েছে ইসরায়েল ও এর পশ্চিমা মিত্ররা। তাদের আভিজাত্যের পাটাতনে চিড় ধরিয়ে দিয়েছে ইরানের অত্যাধুনিক সমরাস্ত্র ও দুর্দমনীয় দুঃসাহস।

এরপরও ইরান ‘সব সময় সংলাপে ও কূটনীতিতে বিশ^াস করে’ বলেই গতকাল জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে উড়ে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আব্বাস আরাগচিকে সেখানে শান্ত, কিন্তু ঠোঁটকাটা মেজাজে পাওয়া গেল। মানবাধিকার পরিষদে তিনি সোজা কথায় বলে দিতে পেরেছেন, ‘ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। আর পশ্চিমারা কূটনীতিতে বিশ^াসঘাতকতা করেছে।’ শান্তির আহ্বান জানিয়ে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, ‘(আয়াতুল্লাহ আলী খামেনি) তার পুরো জীবন সংলাপে ও কূটনীতিতে উৎসর্গ করেছেন। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে এই লড়াকু নেতা জানেন কীভাবে তার মাতৃভূমিকে রক্ষা করতে হয়।’

ওদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে গতকালই। সেখানে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি ক্যামিলি শি বলেছেন, আর এক কণা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরান- এই কথা তেহরান চুপচাপ মেনে নিক, নইলে পরিণতি ভয়াবহ হবে।

জেনেভায় অপর আলোচনায় আরাগচি ও ইরানি প্রতিনিধিদের সামনে ইউরোপীয় নেতারা একই সুরে কথা বলেছেন, ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পারমাণবিক চুক্তিতে বিনা শর্তে রাজি হতে হবে, সই করতে হবে। কিন্তু ইরানি প্রতিনিধি দল পরিষ্কার ভাষায় জানিয়েছে, ইসরায়েলের তরফে অন্যায় আক্রমণ বন্ধ হলেই কেবল কূটনীতির পথ খুলে যেতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় ইরান ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ‘সম্মানজনক ও গুরুত্বসহকারে’ মতবিনিময় হয়েছে, তবে এটি কূটনৈতিক প্রচেষ্টার শেষ নয়। কিছু ইস্যুতে আরও স্পষ্টতা প্রয়োজন, যাতে ভবিষ্যতের কূটনৈতিক প্রচেষ্টা সহজ হয়। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এবং ইউরোপ যারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার সূচনাকারী ছিল, তারা এখনও একটি ইতিবাচক কূটনৈতিক ভূমিকা পালনের আশায় রয়েছে।

নব্বইটি পারমাণবিক বোমার মজুদকারী ইসরায়েলের ভয়- পাছে ইরান যদি একটিও ও রকম বোমা বানিয়ে ফেলে, তা হলে চুলেমূলে খতম হয়ে যাবে জায়নবাদ। যুদ্ধবাদী দেশটি তাই মিত্র যুক্তরাষ্ট্রকে টেনে এনে এই যুদ্ধে জড়িয়ে ইরানকে আগেভাগেই বিনাশ করতে চায়। অথচ ট্রাম্পের দেশ পাঁচ হাজারের বেশি পারমাণবিক বোমা বানিয়ে বসে আছে।

অন্যদিকে, ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড মার্চ মাসে সিনেট শুনানিতে বলেছেন- ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। জাতিসংঘের পারমাণিক সংস্থা আইএইএ পর্যন্ত বলছে, এ রকম কোনো তথ্য-প্রমাণ তাদের হাতে নেই। ইরান তো বলে আসছেই যে, তাদের সেই ইচ্ছেই নেই, তারা শুধু শান্তিপূর্ণ পারমাণিবক শক্তি প্রকল্প চালু রাখতে চায়।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বসবার কথা ছিল ১৫ জুন। আমরা শান্তিপূর্ণ একটি পারমাণবিক চুক্তির দিকে এগোচ্ছিলাম। অথচ ১৩ জুন অতর্কিতে কাপুরুষের মতো হামলা চালায় ইসরায়েল। এটা ছিল কূটনীতির বিশ^াসঘাতকতা। আমরা শুধু এই আগ্রাসনের জবাব দিয়েছি।’

ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ছয়শর বেশি মানুষ নিহত হয়েছেন ইরানে। দেশটির বেশিরভাগ শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। জনাসাতেক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। সেনাপ্রধান এবং ইসলামিক বিপ্লবী বাহিনীর প্রধান নিহত হয়েছেন। গোয়েন্দা বাহিনীর শীর্ষ নেতারা নিহত হয়েছেন। সেনাপ্রধানের প্রাণহানির পর যাকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছিল, চারদিনের মাথায় তিনিও নিহত হন। পারমাণবিক চুল্লি ও পারমাণবিক কেন্দ্রের পাশাপাশি ইরানের বেসামরিক স্থাপনা ও হাসপাতালেও হামলা চালিয়েছে যুদ্ধবাদী ইসরায়েল।

ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ইরানও তার ভা-ার থেকে সেরা অস্ত্রগুলো বের করে আকাশপথে পাল্টা হামলা করেছে। সে সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অতিসুরক্ষিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম ভেদ করে ধসিয়ে দিয়েছে বহু বহুতল ভবন, গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন অভিযানের পরিকল্পনা ভবন। ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে তাদের সামরিক সংস্থার ভবনেও।

এদিকে ইরান ইন্টারন্যাশনাল সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। বিশেষজ্ঞদের মতে, ক্ষমতা হস্তান্তরের এ পদক্ষেপ একটি সম্ভাব্য ‘প্রি-এম্পটিভ ট্রান্সফার অব অথরিটি’, যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণœ রাখা যাবে, যদি খামেনি নিহত হন।

ইসরায়েলের আরেকটি উদ্দেশ্য আছে- ইরানের সরকারে পরিবর্তন। কিন্তু ইরানি জনতা তাদের মধ্যকার বিভেদ ভুলে গতকাল রাজধানী তেহরানে বিশাল মিছিল করেছে। খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর পিছু হটে সংলাপের দ্বারস্থ হওয়ায় এই মিছিলে মানুষ ‘বিজয়’ উদযাপন করেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানিদের সমর্থনে ইরাকেও হাজার হাজার মানুষ গতকাল বিক্ষোভ করেছেন। এর আগে আমেরিকা একই ধরনের মিথ্যা অভিযোগ তুলে ইরাকে সামরিক হস্তক্ষেপ করে দেশটির শাসক সাদ্দাম হোসনকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে মারে।

এই ভুল আমেরিকা ও ইসরায়েল করলে খেসারত তাদের দিতেই হবে, এই কথা গতকাল দুই বৈঠকেই স্পষ্ট করেছেন আরাগচি ও তার সতীর্থরা। কিন্তু যুদ্ধ বড় হলে মধ্যপ্রাচ্যে শান্তি আরও দূরের বিষয় হয়ে উঠবে।

নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাই বলেছেন, ‘একটা পারমাণবিক প্রশ্নকে ঘিরে এই সংঘাত শুরু হয়েছে। ইরান বারবার বলে আসছে, পারমাণবিক বোমা বানানোর ইচ্ছে তাদের নেই। আস্থার সংকট আছে, এই কথা স্বীকার করে নিয়েই বলছি, সংঘাত থামান, সংলাপ চলুক। শান্তিকেও একটু সুযোগ দিন।’

 

এ জাতীয় আরও খবর

ডিপজলের পাশে দাঁড়ালেন মুক্তি

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একসঙ্গে মা-মেয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

দুদকের সেই শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল