ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে বৈঠকে আরব বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে বৈঠকে বসেছেন আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল শুক্রবার সন্ধায় তুরস্কের ইস্তাম্বুলে তারা বৈঠক করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর শীর্ষ সম্মেলনের আগের রাতে, যেখানে ইসরায়েল-ইরান সংঘাত নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাত সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করবেন।
গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। জবাবে তেহরানও তেলআবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।