বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় ২০০ পার করে শক্ত অবস্থানে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা টাইগাররা ২০০ রানে গণ্ডি পার করে শক্ত অবস্থানে রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে বাংলাদেশ। নামজুল হোসেন শান্ত ৮৬ ও মুশফিকুর রহিম ৪৮ রানে অপরাজিত আছেন।

গলে আজ শনিবার পঞ্চম দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানে মাঠ ছেড়েছিল সফরকারীরা। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান তোলে। শান্ত ও মুশফিক দুজনেই সেঞ্চুরির দেখা পান। এরপর লংকানরা প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হলে বাংলাদেশ ১০ রানের লিড পায়। পাথামু নিশাঙ্কা ১৮৭ রানে আউট হন।