ইরানের বিশ্বাস, আরব প্রতিবেশীরা তাদের মাটি থেকে যুক্তরাষ্ট্রকে হামলা করতে দেবে না
আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরাইল সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বড় রকমের সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ালে তারা ব্যবহার করতে চাইবে সৌদি আরব, বাহরাইন, কাতারসহ বিভিন্ন আরব দেশে অবস্থিত তাদের ঘাটি। তবে ইরানের বিশ্বাস, তাদের আরব প্রতিবেশীরা যুক্তরাষ্ট্রকে তাদের মাটি থেকে হামলা করতে দেবে না।
চলমান সংঘাতের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের সঙ্গে কথা বলেছে আল-জাজিরা। সেখানে নিজের এই বিশ্বাসের কথা ব্যক্ত করেন বাঘাই।
আল-জাজিরা বাঘাইয়ের কাছে জানতে চায়, ওয়াশিংটন যদি এই সংঘাতে প্রবেশ করে তবে ইরান কি প্রতিবেশী দেশগুলিতে অবস্থিত মার্কিন বাহিনীকে আক্রমণ করবে? তার জবাবে বাঘাই জানান, ইরান ‘একটি গণহত্যাকারী’ সরকারের (ইসরায়েল) আক্রমণের মুখে রয়েছে এবং তারা ইসরায়েলের ‘আগ্রাসন যুদ্ধের’ বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি’ দিয়ে নিজেকে রক্ষা করবে।
বাঘাই বলেন, ‘এই মুহূর্তে আমরা ইসরায়েলের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার দিকে মনোনিবেশ করছি, এবং সেই কারণেই আমরা এই আক্রমণগুলোর প্রতিক্রিয়ার ক্ষেত্রে খুব সতর্ক, খুব দায়িত্বশীল, খুব পরিকল্পনামূলক ছিলাম। আমরা দখলকৃত ভূমির (ইসরায়েল) অভ্যন্তরে সামরিক ঘাঁটি, নিরাপত্তা ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করেছি, তাই আপাতত আমরা সেই দিকেই মনোনিবেশ করছি।’
ইরানের এই প্রতিনিধি আরও বলেন, ‘আরব দেশগুলির সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং তারা এই বিষয়টি সম্পর্কে খুব সচেতন যে ইসরায়েল অন্যদের যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। … আমরা নিশ্চিত, আমাদের পাশের যেসব আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটি আছে, তারা নিজেদের ভূখণ্ড তাদের মুসলিম প্রতিবেশীর (ইরান) বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে, কোনো দেশেরই তৃতীয় পক্ষকে অন্য দেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়ার আইনি ভিত্তি নেই এবং আমি বিশ্বাস করি যে ইরান এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে বোঝাপড়া আছে, তাতে তারা কোনো তৃতীয় পক্ষকে তাদের ভূখণ্ডের অপব্যবহার করতে দেবে না।’