আমি কখনো আওয়ামী লীগ করিনি, আদালত প্রাঙ্গণে বললেন বাবুল সরদার
আদালত প্রতিবেদক : আওয়ামী লীগ না করেও গত ৮ মাস ধরে কারাগারে বলে জানিয়েছেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। আজ বুধবার আদালত প্রাঙ্গণে চিৎকার করে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
বাবুল সরদার চাখারী বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। শেখ হাসিনা ও জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছি। তারপরও আমাকে অ্যারেস্ট করেছে। কত বড় স্বৈরাচার এই ইউনূস সরকার। সবচেয়ে বড় স্বৈরাচার এই ইউনূস সরকার।’
২০২৩ সালে পল্টনে বিএনপির মহাসমাবেশে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় তার ১০ রিমান্ড চেয়ে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে বাবুল সরদার চাখারীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানিতে তিনি নিজেই কথা বলেন। আদালতে তিনি বলেন, ‘আমি কখনো আওয়ামী লীগ করিনি। আমি ২০ দলে আছি। প্রসিকিউশনে ফারুক ভাই আছেন তিনি জানেন। আমার বিরুদ্ধে চারটা হত্যা মামলা দেওয়া হয়েছে। জামিন পেয়ে গেট থেকে (জেলখানার গেট) বের হবো তখন আটকে দিয়েছে। ২০২১ সাল থেকে আমি ২০ দলে। কীভাবে আমি আওয়ামী লীগে গেলাম এবং ভাঙচুর করলাম। হাসিনার বিরুদ্ধে মামলা করেছি। আপনার কাছে বিচার চাই।’
এরপর আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পথে চিৎকার করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকার স্বৈরাচার সরকার। আমি আন্দোলন করার পর যদি আমাকে জেল খাটতে হয়। ৮ মাস জেল খাটতেছি, এই সরকারের অত্যাচারে। আমি আওয়ামী লীগ করিনি কখনো। তারপরও আমার বিরুদ্ধে মামলা দিছে। এই সরকার স্বৈরাচারী আচরণ করছে। ড. ইউনূস ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। অন্যায়ভাবে আমাকে অত্যাচার করছে। এদেশে আইন বলতে কিছুই নেই। পুলিশ একটার পর একটা মামলা দেয়। জেলখানা থেকে বের হতে পারে না কেউ। এটা কোনো ধরনের আইন, কোর্ট জামিন দেয়, আপনারা অ্যারেস্ট করেন।’
তিনি আরও বলেন, ‘শপথ অনুষ্ঠান (অন্তর্বর্তীকালীন সরকারের) পর্যন্ত ডাক পেয়েছি, এখনো কার্ড পাই। আমি কিভাবে স্বৈরাচার হলাম, ফ্যাসিবাদ হলাম বলেন। কত বড় স্বৈরাচার এই ইউনূস সরকার।’