বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়লেন লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি নিশ্চিত করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরির এই মিছিলে আজ বুধবার যোগ দেওয়ার পথে ছিলেন লিটন দাসও। দ্বিতীয় দিনের শেষ বিকেলে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান আগে আউট হয়েছেন লিটন।

মাত্র ১২৩ বলে ৯০ রান করেছেন লিটন। রিভার্স সুইপ করতে গিয়ে আউট হওয়ার আগে ওয়ানডে মেজাজে এই ইনিংস খেলার পথে ১১টি চারের পাশাপাশি ১টি ছক্কাও হাঁকান তিনি। অর্থাৎ, মোট রানের অর্ধেকেরও বেশি করেছেন বাউন্ডারি থেকেই। লিটনের সেঞ্চুরির কিছুক্ষণ আগেই আউট হয়েছেন মুশফিক। ৩৫০ বলে ১৬৩ রানের ম্যারাথন ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বড় ইনিংস খেললেও বাউন্ডারি থেকে মাত্র ৩৬ রান নিয়েছেন মুশফিক।

দুই সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা এখনো প্রায় ১৯ ওভারের মতো বাকি। এরই মধ্যে ৬ উইকেট হারিয়ে ৪৬৪ রানে ব্যাট করছে বাংলাদেশ।

প্রথম দিনে ৪৫ রানের মধ্যে সাদমান ইসলাম, এনামুল হক বিজয় ও মুমিনুল হককে হারিয়ে বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন মুশফিক-শান্ত। দিনের বাকি প্রায় ৭৪ ওভার কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন তারা। সেঞ্চুরি তুলে নেন দুজনই। ২৯২ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ।

আজ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ২৭৯ রানে ১৪৮ রান করার পথে ১৫টি চার ও ১ ছক্কা হাঁকান তিনি। এরপর দারুণ জুটি গড়েন লিটন-মুশফিকও। দুজনে মিলে গড়েন ১৪৯ রানের জুটি। যদিও মাঝে প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ ছিল বৃষ্টির কারণে।

তবে বৃষ্টি থামার পর খেলা শুরু হলে কিছুক্ষণ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করলেও পরপর দুই উইকেট হারায় বাংলাদেশ। সেঞ্চুরির আশা জাগানো মুশফিক থামেন ৩৭ রান দূরে থাকতে। তার পরপরই ফিরলেন লিটন।

 

এ জাতীয় আরও খবর

ডিপজলের পাশে দাঁড়ালেন মুক্তি

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একসঙ্গে মা-মেয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

দুদকের সেই শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল