বাজেটে জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনা আনা হয়নি: দেবপ্রিয়
নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্টের অভ্যুত্থানের যে চেতনা তা আগামী বাজেটে আনা হয়নি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেট হতাশার বাজেটে রুপান্তর হয়েছে। এটা সাধারণ সরকার না। তারপরেও বাজেটে গতানুগতিক প্রস্তাব করা হয়েছে।’
বুধবার (১৮ জুন) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে নাগরিক প্লাটফর্ম ফর এসডিজি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২৬ অবহেলিতরা কী পেয়েছে?’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষণা ফেলো ড. তৌফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
ড. দেবপ্রিয় বলেন, ‘যে প্রত্যাশা থেকে ৫ আগস্ট হয়েছিল এবং পরিবর্তিত পরিস্থিতিতে যে প্রয়োজন সামনে এসেছিল, বাজেটে তা প্রতিফলিত হয়নি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে দাবি ছিল তা প্রতিফলিত হয়নি। ফলে প্রস্তাবিত বাজেট হতাশার বাজেটে পরিণত হয়েছে। জেন্ডার বাজেটে মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে। এটা নি:সন্দেহে বড় দু:সংবাদ।’
তিনি আরও বলেন, ‘আগামীর বাজেটে ভুলের সঙ্গে ভ্রান্তিও আছে। বাজেটের ব্যাপারে আমরা যে হাই-হুতাশ করছি তাদের (সরকার) চাপ সৃষ্টি করতে পারলে তারা ভুল করতে পারত না। এই শিক্ষা নিয়ে আমাদের আগামী বাজেটে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অবহেলিত থাকলে হুমকিতে পড়বে। আমরা এই অন্তর্বর্তী সরকারের কথা মোতাবেক বিনা পয়সার শ্বেতপত্র প্রতিবেদন তৈরি করে দিলাম। কিন্তু তা আমলে নিল না।’
ড. মুস্তাফিজুর রহমান বলেন, ‘সরকার যে বাজেট করেছে তার অনুমিতিতেই ঘাটতি রয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তাকে সংকুচিত করা হয়েছে। এর ফলে প্রস্তাবিত বাজেট একদিক সংশ্লিষ্ট বছরের জন্য বাজেটকে ক্ষতিগ্রস্ত করবে, পাশাপাশি আগামী বছরের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বয়স্ক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা করেছে, কিন্তু মূল্যস্ফীতি ৬০০ টাকা থেকে বেড়ে ৯০০ টাকা হয়েছে। এতে বাজেটে প্রকৃত অর্থেই সামাজিক নিরাপত্তা বেষ্টনী কমেছে। এর ফলে পরবর্তী যে সরকার আসবে এবং বাজেট প্রণয়ন করবে সে সরকারের কাছে থেকে আদায় করতে ন্যায্যতা হারাবে। আমরা শুধু সুযোগ মিস করেছি তা না লোকসানও করেছি।’