ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার রাতের এই হামলায় কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে কয়েক মিনিট পরে পুনরায় সম্প্রচার শুরু হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়, ‘রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।’ হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কিছুক্ষণের মধ্যেই ইরানের টেলিভিশন ভবনে হামলা হয়।
হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দ্রুতই ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।