বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাফলংয়ে বাধার সম্মুখীন ২ উপদেষ্টার গাড়িবহর

news-image

সিলেট প্রতিনিধি :  সিলেটের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১৪ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জাফলং বাজার এলাকায় স্থানীয় কিছু পাথর উত্তোলনকারী সিন্ডিকেটের সদস্য ও শ্রমিকরা উত্তেজিত হয়ে উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

এসব বিক্ষোভকারীর কয়েকজন রাস্তায় শুয়ে পড়লে পরিস্থিতি আরও বিরূপ আকার ধারণ করে। এতে জাফলং পরিদর্শন শেষে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয় উপদেষ্টাদের গাড়িবহর।

জাফলংসহ সিলেটের সব পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। দুপুর সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে পৌঁছেছেন।

এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিলেটের নান্দনিক আবেদন, আছে নৈসর্গিক আবেদন আছে। এ রকম জায়গাগুলোতে আমরা আর পাথর উত্তোলনের জন্য ইজারা দেব না। অবৈধভাবে যে পাথর উত্তোলন হচ্ছে এটা বন্ধের ব্যাপারে জ্বালানি উপদেষ্টা বলবেন। এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা।’

তিনি আরও বলেন, ‘আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। এখানে ইকোফ্রেন্ডলি ট্যুরিজম তারা করতে পারে। যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের বিকল্প কর্মসংস্থান হয়। আমরা আজকে দেখে গেলাম। হয়তো আমরা আবার আসব। এটাকে নিয়ে একটি মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করতে চাই।’

এ জাতীয় আরও খবর

ডিপজলের পাশে দাঁড়ালেন মুক্তি

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

মিটফোর্ডে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

একসঙ্গে মা-মেয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

দুদকের সেই শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল