ইরানের আইআরজিসি এয়ার ফোর্স প্রধান-সহ শীর্ষ ২০ জেনারেল নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ার ফোর্স প্রধান আমির আলি হাজিজাদেহ-সহ শীর্ষ অন্তত ২০ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তথ্যের সূত্রতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এ হামলায় নিহত উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন আইআরজিসির এয়ার ডিফেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল দাউদ শেইখিয়ান। সশস্ত্র বাহিনীর অপারেশনস বিভাগের উপপ্রধান মেজর জেনারেল রাব্বানি। আইআরজিসির ড্রোন প্রধান তাহের পোর ও আকাশ প্রতিরক্ষা প্রধান দাউদ শেইখিয়ান। এ হামলায় রাব্বানির স্ত্রী ও সন্তানরাও নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী (IDF) জানায়, রাতে চালানো বিমান হামলায় তারা IRGC এয়ার ফোর্সের ভূগর্ভস্থ সদরদপ্তর টার্গেট করে। এতে এয়ার ফোর্সের শীর্ষ কমান্ডাররা নিহত হয়।
এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিহত হয়েছেন। তাছাড়া ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসির) কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা, রয়টার্স