একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে আনা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা হচ্ছে, যা জুলাইয়ের শহিদদের সঙ্গে প্রতারণা।
শুক্রবার (১৩ জুন) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৈঠকে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করে দলটির নেতারা বলেন, দেশের রাজনৈতিক বিষয়ে দেশে আলোচনা হবে, বিদেশে নয়। এ বৈঠকে দেশের মাটি ও মানুষের কোনো সংযোগ নেই।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার আর বিচারকে পাশ কাঁটিয়ে সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে, তা ১৮ কোটি মানুষের নির্বাচন হবে না। এমনভাবে নির্বাচনের দিকে গেলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। জনগণ আবারও গণঅভ্যুত্থানে যেতে বাধ্য হবে।
লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতেই হতে হবে। লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণআকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহিদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না।
নাসীরুদ্দীন বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল- গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের বিচার সম্পন্ন করা, একটি নতুন সংবিধান প্রণয়ন ও একটি কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু করা। তবে বর্তমান সরকার সে পথে হাঁটছে না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে।
বিচার ও সংস্কার না হলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না।
বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নে তিনি বলেন, তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণআকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, শহিদ পরিবারের সঙ্গে আলাপ করে নির্বাচনের সময় দেওয়া উচিত ছিল। এক দলের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া অশনি সংকেত।
দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কোনোভাবেই পরবর্তী সংসদের হাতে সংস্কারের দায়িত্ব দেওয়া যাবে না। কোন পদ্ধতিতে সংস্কার হবে তা আলোচনাসাপেক্ষ। সংস্কার হতে হবে নির্বাচনের আগে। সংসদ সংস্কার করবে না; সংসদ গঠিত হবে সংস্কারের ভিত্তিতে। এছাড়াও জুলাই ঘোষণা ও সনদকে গুরুত্ব দিতে হবে এবং বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে ইসি পুনর্গঠন করতে হবে।