লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১৩ জুন) সকালে।
মধ্যপ্রাচ্যের একটি দেশ এই বৈঠকের মধ্যস্থতা করেছে।
লন্ডনে অনুষ্ঠিতব্য এই বৈঠকে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুন প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যেকার এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠককে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা এবং বিরোধী দলের একজন শীর্ষ নেতার মধ্যে এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। এই আলোচনার ফলাফল দেশের রাজনৈতিক অস্থিরতা কমাতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করতে সহায়ক হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করছেন, এই বৈঠক সফল হলে বিএনপির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদ্যমান সংশয় ও অনিশ্চয়তা অনেকাংশেই কেটে যাবে।
সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টা এপ্রিলে জাতীয় নির্বাচন ঘোষণার পর তার বিরুদ্ধে বিএনপির কিছু নেতার কড়া বক্তব্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টিগোচর হয়েছে। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে ।
সফরের সময় বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা।
এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।
আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।