সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার না করার বিষয়টি

news-image

ওয়ারেন্ট না থাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

নিদোর্ষ ব্যক্তিরা যাতে শাস্তি না পায় এ বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

উপদেষ্টা বলেন, ‘কেউ যেন হয়রানির শিকার না হয় সে কারণে যাচাই-বাছাই করেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার পর যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে।’

ঈদে ‘ছোটখাটো ছিনতাই–চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক’ ছিল বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

থানা পরিদর্শনের সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা, খাওয়া-দাওয়ার খোঁজখবর নেন তিনি।

ব্যাংককে চিকিৎসা শেষে রবিবার (৮ জুন) রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাত দেড়টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে ৩টার দিকে কিশোরগঞ্জের বাড়িতে রওনা হন তিনি।

এর আগে গত ৮ মে ব্যাংককে যান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ।

আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। এই ঘটনায় প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার হাসান চৌধুরী ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন আরিফকে। এছাড়া, বরখাস্ত করা হয় কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (ট্রেইনি) মো. সোলেমানকে।

আবদুল হামিদের বিদেশযাত্রার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামপন্থি বিভিন্ন দলের নেতা-কর্মীরা জমায়েত করেন। পরে তারা সমাবেশ করে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এরপর সরকারের তরফ থেকে সিদ্ধান্ত আসে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

গত ১৪ জানুয়ারি ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় একটি মামলা হয়।

এ জাতীয় আরও খবর

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে: বিবিসিকে ড. ইউনূস

হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

বড় ধরনের অঘটন ছাড়াই কেটেছে ছুটির ১০ দিন

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে