বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে স্বর্ণসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে বোস জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ওই প্রতিষ্ঠানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে চোরেদের ওয়াল কাটার কাজে ব্যবহৃত একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই চুরির ঘটনাটি ঘটে। একের পর এক শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় পুলিশের কোনো অগ্রগতি না থাকায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

শহরের মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্সের মালিক অলোক বোস জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে প্রতিষ্টান খুলে দেখেন জিনিসপত্র এলোমেলাভাবে ছড়ানো রয়েছে। সিন্দুক লোহার আলমারী ও ক্যাশ ড্রয়ার খোলা। দোকানের পেছনে গিয়ে দেখেন দেওয়াল কাটা।

 

তিনি জানান, রাত দেড়টার দিকে চোরেরা তার দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে। করোনার পিপি গায়ে জড়িয়ে মুখোশ পরিহিত চোরেরা প্রথমেই দোকানের সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করে। এরপর লোহার আলমারী ভেঙ্গে ৮ ভরি স্বর্ণ ও ক্যাশ ড্রয়ার ভেঙ্গে দেড় লাখ টাকা নিয়ে গেছে।

উল্লেখ্য, গত ঈদ-উল-ফিতরের রাতে শহরের মেইন বাজারে মল্লিক ফার্ম্মেসিতে এক আলোচিত চুরির ঘটনা ঘটেছিল। সেখানে চুরির পর চোরেরা মালিককে ফোন করে তার দোকান চুরির কথা জানিয়ে বলে, ‘ড্রয়ারে ক্যাশ টাকা কম রেখেছিস, তাই বস্তায় ভরে ঔষধপত্র নিয়ে এসেছি।’ আলোচিত এই চুরির ঘটনাটি পুলিশকে জানানো ও চোরের মোবাইল নাম্বার দিলেও কালীগঞ্জ থানা পুলিশ আজও তার কোনো কুল কিনারা করতে পারেনি। এসব বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী নেতৃবৃন্দের ক্ষোভ। একের পর এক শহরে চুরির ঘটনায় পুলিশের কোনো অগ্রগতি না থাকায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়েই তিনি নিজেই ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে চোরেদের ব্যবহৃত একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। চোর ও চুরিকৃত মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে।

ওই ভুক্তভোগীকে থানাতে অভিযোগ দিতে বলেছেন বলেও জানান তিনি।