আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক : চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণপরিষদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মশাল মিছিল ও বিকেলে রাজধানীর উত্তরায় মিছিল-সমাবেশ করে দলটি।
মশাল মিছিলপূর্ব সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘জুলাই মাসে আপনারা (পুলিশ সদস্যরা) আওয়ামী লীগের ফাঁদে পড়ে গণহত্যায় অংশ নিয়েছেন। এই পাপ মোচনের একটাই রাস্তা, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেন। ঢাকা শহরের যেখানে যেখানে আওয়ামী লীগের কর্মীরা জড়ো হচ্ছেন, তাদের গ্রেপ্তার করেন। এটাই একমাত্র রাস্তা। এটা যদি নিষ্ঠার সঙ্গে করেন, বাংলাদেশের ছাত্র-জনতা আপনাদের বুকে টেনে নেবে। যদি আপনাদের নাকের ডগা দিয়ে আওয়ামী লীগ মিছিল করতে পারে, তা হলে আমরা ধরে নেব আপনারা প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের পরিষ্কার করতে হবে, আপনারা আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেবেন কি দেবেন না। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের রাজপথে থাকবে, কোন আওয়ামী লীগ আসে আমরা দেখব।’
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না উল্লেখ করে এই নেতা বলেন, ‘কেউ কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন। ভাবতেছেন জনগণ নাই ফাঁকা মাঠে গোল দেব, আপনাদের বলতে চাই ১৫ বছর গোল দিতে পারেন নাই। এখন আর গোল দেওয়ার চেষ্টা করবেন না। জনগণ কিন্তু শক্ত ডিফেন্স তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কারচুপির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। যারা এলাকায় চাঁদাবাজি করতে চাইবেন আর ঢাকায় বিভিন্ন সেমিনারে সুশীল হয়ে মাঠগরম করবেন এই জিনিস আর হচ্ছে না।’ এ সময় তিনি কুয়েটের ভিসিকে না সরালে কুয়েট অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবেন বলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দেন।
বিএনপিকে উদ্দেশ্য করে দলের যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান কি না আপনাদের স্পষ্ট করতে হবে।
বিকালে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আয়োজিত সমাবেশে দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কীভাবে আমরা নির্বাচনের কথা বলি। ওই খুনি হাসিনার খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। দেওয়ালে লেখা রয়েছে বাংলাদেশে আর স্বৈরাচার চাই না। রক্তের বিনিময়ে যেই স্বৈরাচার হটানো হয়েছে সেই স্বৈরাচার আমরা আর চাই না। এই স্বৈরাচার কখনো একা হয়ে উঠতে পারে না, হাসিনা কখনো একা খুনি হতে পারে না। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে কোনো নির্বাচনের আলাপ করা যেতে পারে না।’