মাঠে লুটিয়ে পড়ে ২২ বছরের ফুটবলারের মৃত্যু
স্পোর্টস ডেস্ক : অনুশীলনের সময় মাটিতে লুটিয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার ফুটবলার সিনামান্ডলা জোন্ডি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়েন ডারবান সিটির এই ডিফেন্ডার।
এক বিবৃতিতে ক্লাবটি এই খবর জানিয়েছে। গত মঙ্গলবার মিলফোর্ড এফসির বিপক্ষে ম্যাচের আগে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা।
২২ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর জানার পর প্রথমার্ধের শেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে পেশাদার ফুটবলে জোন্ডির অভিষেক হয়। যেখানে এই মৌসুমে ক্লাবের হয়ে নিয়মিত খেলছিলেন তিনি।