বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠিকাদারি লাইসেন্স বাতিল করালেন উপদেষ্টা আসিফের বাবা

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টাআসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বিল্লাল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করা হয়।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে সই করেন এলজিইডির কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন।

আদেশের অনুলিপি, এলজিইডি ঢাকার প্রধান প্রকৌশলী, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মেসার্স ইসরাত এন্টারপ্রাইজের প্রোপাইটর বিল্লাল হোসেনের কাছেও পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ, প্রো. মো. বিল্লাল হোসেন, গ্রাম আকবপুর, ডাকঘর গাজীপুর, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে সীমিত দরপত্র পদ্ধতিতে তালিকাভুক্ত ঠিকাদার।

এই ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাইসেন্সের কার্যকারিতা বাতিল করা হলো। লাইসেন্সের মূল কপি এলজিইডির কাছে সংরক্ষিত রয়েছে।

সূত্রে জানা গেছে, গতকাল বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নামে করা ঠিকাদারি লাইসেন্সের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্টও করেন।

পরে বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়টি জানার পর তা বাতিলের পদক্ষেপ নেন আসিফ মাহমুদ। একই সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বাবার ভুলের জন্য ‘ক্ষমা প্রার্থনা’ করেন তিনি।