বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ানমারে ভূমিকম্পে নিহত ২ হাজার, আহত ৪ হাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দেশটির শাসক সামরিক জান্তা জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ৫৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ। পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন ৩০০ জন।

তবে এ নিহতের সংখ্যা চার থেকে পাঁচ গুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-ইউএসজিএস) অনুমান করেছে যে প্রাথমিক মডেলিংয়ের উপর ভিত্তি করে চূড়ান্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির মতে, দেশটির আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

এদিকে ভূমিকম্পে থাইল্যান্ডে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮০ জন।

এর আগে গত ২৮ মার্চ মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এ সময় অন্তত ৫০টি মসজিদ ধসে শত শত মুসল্লির করুণ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মায়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাবতী।

সংবাদমাধ্যমটি বলছে, মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্পে আনুমানিক ৫০০-৭০০ জন মুসলমান প্রাণ হারিয়েছে। এ সময় প্রায় ৫০টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। স্প্রিং রেভল্যুশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক জানিয়েছে, মান্দালয় এবং সাগাইং অঞ্চলে ঊনিশ শতকের অনেকে মসজিদ ধসে গেছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় দেশটির কর্তৃপক্ষ চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতোমধ্যে ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং রাশিয়া দেশটিতে ত্রাণ সামগ্রীসহ সহায়তা দল পাঠিয়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিস এক বিবৃতিতে বলেছে, “ব্যাপক ধ্বংস হয়েছে, এবং মানবিক চাহিদা প্রতি ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে।”

প্রসঙ্গত, শুক্রবার আঘাত হানা মায়ানমারের এই ভূমিকম্পকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে। ইউএসজিএস’র ওয়েবসাইটের ইন্টারেক্টিভ ম্যাপে দেখা গেছে, ৭.৭ মাত্রার কম্পনের পর মিয়ানমারে অন্তত ১৪টি আফটারশক (ভূমিকম্প পরবর্তী ছোট ছোট কম্পন) আঘাত হেনেছে। এর মধ্যে বেশিরভাগ কম্পনই বড় ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যে ঘটেছে। এগুলোর মাত্রা ছিল ৩-৫ এর মধ্যে।

সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬.৭, এটি ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে আঘাত হেনেছে। এ ছাড়া ৪.৯ এবং ৬.৭ মাত্রার দুইটি কম্পন মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২০ মাইল দূরে ঘটেছে। এতেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য কম্পনগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়ে একটি রেখা তৈরি করেছে।

ভূমিকম্প পরবর্তী সময়ে এসব ছোট ছোট কম্পন মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। কারণ বড় কম্পনের পর মানুষ নিরাপদ ভেবে আশ্রয় নেওয়া জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। তখন এই কম্পনের ফলে নতুন করে দুর্ঘটনা ঘটে। এসব কারণে মায়ানমারে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

এ জাতীয় আরও খবর

ফাঁকা ঢাকায় বাড়ছে সবজির দাম!

আওয়ামী লীগকে এ দেশে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না : তথ্য উপদেষ্টা

প্রেস উইং: বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিসলিডিং

ঈদের প্রথম দিনে কোন সিনেমা কত আয় করল?

এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড়

একদিন আগে ঈদ করায় সৌদিকে কাফফারা দেওয়ার প্রস্তাব!

ভয়ে রাফা ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি

মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া

চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য: মির্জা ফখরুল

শহীদ সুজয়ের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিশির

নবীনগর প্রেসক্লাবে ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠিত