ভয়ে রাফা ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চল খালি করার নির্দেশ দেওয়াসহ সেখানে মারাত্মক হামলা শুরুর পর রাফা ছাড়া শুরু করছেন হাজার হাজার ফিলিস্তিনি।
মঙ্গলবার (১ এপ্রিল ) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে গত ২৩শে মার্চ গাজায় আহত বেসামরিক নাগরিকদের উদ্ধারের চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১৫ জন জরুরি কর্মীর জানাজা ফিলিস্তিনিরা সম্পন্ন করেছে ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫০,৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৪,৪০০ জন আহত হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস প্রায় দুই মাস আগে তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত এবং কমপক্ষে ২০০ জনেকে বন্দি করা হয়। এর প্রেক্ষিতেই ইসরায়েল গাজায় হামলা শুর করে। সূত্র: আজ-জাজিরা